ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেনে প্রবল শীতে বিদ্যুৎহীন ১ কোটি বাসিন্দা


প্রকাশ: 19/11/2022


Thumbnail

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। নতুন করে রুশ বাহিনীর হামলায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলো। এতে অন্ধকারে ডুবেছে বিস্তীর্ণ এলাকা। প্রবল শীতে বিদ্যুৎহীন অন্তত ১ কোটি ইউক্রেনীয় বাসিন্দা।

সাংবাদিক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যা যা করা যায়, আমরা করছি।”

তিনি জানিয়েছেন, এয়ার ডিফেন্স সিস্টেমে ৬টি ক্রুজ মিসাইল ও পাঁচটি ড্রোন ধ্বংস করেছেন তারা। কিন্তু তাতেও লাভ হচ্ছে না।

শীত আসার আগে যুদ্ধ কীভাবে থামানো যায়, তা নিয়ে এক সময় দীর্ঘ আলোচনা চালিয়েছিল ইউক্রেন-সহ ইউরোপের দেশগুলো। কিন্তু সে আলোচনা সফল হয়নি। এখন শীতের মধ্যে জ্বালানি কেন্দ্র ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার ঘটনা ঘটছে। এতে ইউক্রেনের বিদ্যুৎ ভাণ্ডারে টান পড়তে শুরু করেছে। মাঝেমধ্যেই অন্ধকারে ডুবছে বিস্তীর্ণ এলাকা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭