টেক ইনসাইড

বিশ্বব্যাপী ১০ টি সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড


প্রকাশ: 19/11/2022


Thumbnail

জনপ্রিয় পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সফ্টওয়্যার ‘নর্ডপাস’ ২০২২ সালে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ১০ টি পাসওয়ার্ডের একটি তালিকা তৈরি করেছে। আশ্চর্যজনক কিছু পাসওয়ার্ড প্রকাশিত হয়েছে সেই তালিকায়।

এ বছর সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড হলো ‘password’। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ‘bigbaske’ এবং ‘123456’।

ইন্টারনেটে প্রকাশিত কয়েক লাখের বেশি পাসওয়ার্ড জরিপ করে নর্ডপাস এই তথ্য প্রকাশ করেছে।

প্রায় ৩.৫ লক্ষ মানুষ বিভিন্ন অনলাইন পরিষেবাগুলিতে সাইন আপ করতে পাসওয়ার্ড হিসাবে ‘password’ শব্দটি ব্যবহার করছেন।

এছাড়া সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকায় রয়েছে যথাক্রমে ‘12345678’, ‘123456789’, ‘1234567890’, ‘111111’, ‘pass@123’, ‘abcd1234’ এবং ‘anmol123’। অন্যান্য জনপ্রিয় পাসওয়ার্ডের মধ্যে রয়েছে 'googledummy', 'iloveyou' এবং 'admin'।

নর্ডপাস রিপোর্ট অনুসারে, "কেউই অনলাইনে 100% নিরাপদ নয়"। হ্যাকারদের থেকে নিরাপদ থাকতে ব্যবহারকারীদের এমন পাসওয়ার্ড ব্যবহার করা উচিত না যেটা সহজেই অনুমান করা যায়।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭