ইনসাইড বাংলাদেশ

একইসাথে জন্ম নিয়েছে ২ মেয়ে ও ১ পুত্র সন্তান


প্রকাশ: 19/11/2022


Thumbnail

সাতক্ষীরায় একইসাথে যমজ দুটি মেয়ে ও এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের গৃহবধূ কেয়া খাতুন (২৪)।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ড. শঙ্কর প্রসাদ বিশ্বাস ও ড. মানসুরা ইয়াসমিন এই সফল অস্ত্রোপচারের দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি সন্তান প্রসব করেন। শুক্রবার তিন সন্তানের নাম রাখা হয়েছে পদ্মা, সেতু ও জয়। নবজাতকের বাবা দিনমজুর হওয়ায় বাচ্চাদের দুধ কিনতে হিমশিম খাচ্ছেন।

নবজাতকদের বাবা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলার জাকির হোসেন বলেব নবজাতকরা বর্তমানে সুস্থ আছে। আমি ফেরী করে পাড়ায় পাড়ায় লেপতোষক বিক্রি করি। কোন রকমে সংসার চলে। এর আগে মিনহাজ খান নামের আমাদের ৪ বছরের একটি সন্তান রয়েছে।

তিনি বলেন বৃহস্পতিবার সিজারের মাধ্যমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার স্ত্রী কেয়া খাতুন এই তিন সন্তানের জন্ম দেন। তবে বাচ্চাদের দুধ কিনতে হিমশিম খেতে হচ্ছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রসূতি বিভাগের ভারপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স জেসমিন খাতুন জানান, বাচ্চা তিনটি বর্তমানে ভালো আছে। ওজন ঠিক আছে। আমরা দেখাশোনা করছি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭