ইনসাইড ক্যারিয়ার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ১৬৫০ নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/02/2018


Thumbnail

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শূন্য পদগুলোয় অস্থায়ীভাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি উপসহকারী কৃষি কর্মকর্তা পদে এক হাজার ৬৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম : উপসহকারী কৃষি কর্মকর্তা

শিক্ষাগতযোগ্যতা:  প্রার্থীকে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে কৃষিবিজ্ঞানে চার বছর মেয়াদি ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে। চাকরির বয়সীমা ৩০ বছর।

বেতনভাতা: নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।

যারা আবেদন করতে পারবেন:

শেরপুর, কুষ্টিয়া, মেহেরপুর, খুলনা, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরগুনা, রাজবাড়ী জেলা ছাড়া সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া:
আবেদনের জন্য নির্ধারিত মডেল ফরম www.dae.gov.bd- এই ঠিকানা এই ঠিকানা থেকে সংগ্রহ করা যাবে। প্রার্থীকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://daesaao.teletalk.com.bd/home.php অথবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইটের http://www.dae.gov.bd/www.dae.gov.bd- মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে Online registration কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আবেদনের সময়সীমা

২৮ ফেব্রুয়ারি, ২০১৮ বিকেল ৫.০০ ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে।

বাংলা ইনসাইডার/ এসএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭