ইনসাইড গ্রাউন্ড

কাতারে এসেছে পর্তুগাল-বেলজিয়াম


প্রকাশ: 19/11/2022


Thumbnail

বিশ্বকাপ খেলতে কাতার পৌঁছেছে অধিকাংশ দলই। এখনো কিছু দল কাতারে পা রাখার অপেক্ষায়। বিশ্বকাপে অংশ নিতে আবুধাবী হয়ে আর্জেন্টিনা দল কাতার এসেছে আগেই। এবার প্রথম বিশ্বকাপ শিরোপার স্বপ্ন নিয়ে দোহায় পৌঁছেছে হাল সময়ের জনপ্রিয় ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল। শনিবার চূড়ান্ত দলের ২৬ সদস্য ও কোচিং স্টাফদের নিয়ে দোহা আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে তাদের বহনকারি বিমানটি।

অবতরণের পর টিম বাসে করে হোটেলের উদ্দ্যেশে রওনা হয়ে যায় রোনালদো-ব্রুনো ফার্নান্দেজরা। এসময় তাদের দেখতে বিমানবন্দরে ভিড় জমান একদল পর্তুগাল সমর্থক। পুর্তুগালের পতাকা-ব্যানার হাতে পছন্দের দলকে স্বাগত জানান তারা। দোহার শাহানিয়া অঞ্চলের আল সামরিয়া অটোগ্রাফ কালেকশন হোটেলে থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদোর দল।

এদিকে, পর্তুগাল ছাড়াও এদিন কাতারে এসেছে 'এফ' গ্রুপের দল বেলজিয়াম। দেশটির তৃতীয় প্রজন্মের হাত ধরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে কাতারে এলো দলটি। বিশ্বকাপের পুরোটা সময় দোহার হিল্টন সালওয়া বিচ অ্যান্ড রিসোর্টে অবস্থান করবে ডি ব্রুইনা-কোর্তোয়ারা। মিশরের কাছে প্রস্তুতি ম্যাচ হারলেও বিশ্বকাপে ভিন্ন এক বেলজিয়ামকে দেখার প্রত্যাশা দলটির ম্যানেজমেন্ট থেকে ভক্তকূল সকলের।

আর ইতালির তুরিনে বিশ্বকাপ দল নিয়ে ক্যাম্প করেছে লাতিন আমেরিকার পরাশক্তি ব্রাজিল। সেখান থেকে আগামীকাল কাতারে আসার কথা রয়েছে সেলেসাওদের।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭