ইনসাইড গ্রাউন্ড

ইউরোপকে একহাত নিলেন ইনফান্তিনো


প্রকাশ: 19/11/2022


Thumbnail

২০১০ সালে বিশ্বকাপ আয়োজনের দ্বায়িত্ব পায় কাতার। যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে যখন কাতার স্বাগতিক হয়, তখনই অভিযোগ উঠে অনৈতিক অর্থের বিনিময়ে আয়োজনের দ্বায়িত্ব বাগিয়ে নিয়েছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটি।

এরপর কেটে গেছে ১ যুগ। বিশ্বকাপ ঘিরে নানা অবকাঠামোগত উন্নয়ন ও বিনির্মাণের ভেতর দিয়ে গেছে কাতার। সেখানেও বিতর্ক পিছু ছাড়েনি দেশটিকে। বিশ্বকাপকে ঘিরে চলা উন্নয়নমূলক কর্মকান্ডে প্রায় সাড়ে ছয় হাজার অভিবাসী শ্রমিকের মৃত্যুর খবরে সমালোচনার মুখে পড়ে ইউরোপের। শ্রমিক উচ্ছেদ, মানবাধিকার আইন লঙ্ঘন ও সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করায় কাতার বিশ্বকাপ বয়কটের ঘোষণা করেছে অনেক ইউরোপিয় দেশই।

চলমান এসব বিতর্কে নতুন আগুন জ্বালালেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বিম্বকাপ শুরুর আগের দিন এক সংবাদ সম্মলনে ইউরোপের দেশগুলোকে একহাত নিলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনফান্তিনো বলেন, আমি নিজেও একজন ইউরোপিয়। তবে অন্য দেশের সমালোচনা করার আগে নিজেদের অতীতের দিকে ফিরে তাকানোর কথা বলেন ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান।

তিনি বলেন, ‍‍আমরা ইউরোপিয়ানরা গত ৩ হাজার বছর ধরে যা করেছি, তাতে কাউকে নৈতিক উপদেশ দেওয়ার আগে সেগুলোর জন্য পরবর্তী ৩ হাজার বছর আমাদের ক্ষমা চাওয়া উচিত। তবে ইনফান্তিনো যাই বলুক না কেন, নিজেদের বিরুদ্ধে উঠা অভিযোগের বিষয়ে এখনো কোন আনুষ্ঠানিক অবস্থান জানায় নি কাতার। যা  সমালোচনারই খোরাক জোগাচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭