ইনসাইড গ্রাউন্ড

‘মেসি, ফেরার পথে বাবার ট্রফিটা নিয়ে এসো’


প্রকাশ: 19/11/2022


Thumbnail

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ফুটবল বিশ্বকাপ শুরুর অপেক্ষায় গোটা বিশ্ব। এই বিশ্বকাপেই নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন আর্জেন্টিনা দলের তারকা লিওনেল মেসি। বর্তমানে বেশ দারুণ ছন্দে রয়েছে আলবেলিস্তিরা। তিন বছরের বেশি সময় ধরে টানা ৩৬ ম্যাচে অপরাজিত রয়েছে তারা। তাই দলের প্রতিটি খেলোয়াড় নিজের সেরাটা দিয়ে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরতে মরিয়া।

বিশ্বকাপের এই মাহেন্দ্রক্ষণে আর্জেন্টিনার ফুটবল দল প্রচণ্ডভাবে মিস করবে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে। কারণ এবারের কাতার বিশ্বকাপে দেখা যাবে না তাকে। প্রায় দুই বছর হতে চলল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপের শিরোপা জেতানো এই তারকা।

এদিকে বাবার প্রিয় ট্রফিটা যদি ঘরে ফেরে, তাহলে তার মধ্যেও হয়তো মেয়ে দালমা খুঁজে পাবেন বাবাকে। এজন্যই জোরালো কণ্ঠে মেসির প্রতি আকুল আবেদন জানিয়েছেন। যে বাবা নিজের সারাটা জীবন ওই একটি ট্রফির ধ্যানেই বুঁদ হয়ে ছিলেন, শেষে তাঁকে সেই ট্রফিতেই খুঁজে পেতে চান দালমা।

সম্প্রতি এক ভিডিওতে মেসির উদ্দেশ্যে দালমা বলেছেন, ‘মনে রেখো, আমার বাবা কিন্তু তোমাদের সঙ্গেই রয়েছেন। ভাবতে পারো, তিনিই এই দলের দ্বাদশ ব্যক্তি। এ বারের বিশ্বকাপে বাবার না থাকা প্রত্যেক মুহূর্ত উপলব্ধি করছি। তাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, এবার বিশ্বকাপ নিয়ে দেশে ফিরতেই হবে। তা হলেই বাবা সবচেয়ে বেশি আনন্দ পাবেন। মনে রেখো, উনি কিন্তু তোমাদের দেখছেন।’

উল্লেখ্য, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘সি’ গ্রুপে। আগামী ২২ নভেম্বর বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল। এ ছাড়া ২৭ নভেম্বর রাত ১টায় মেক্সিকো এবং ১ ডিসেম্বর একই সময়ে পোল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭