ইনসাইড গ্রাউন্ড

সাংকেতিক ভাষায় বিশ্বকাপ দেখাবে ফিফা


প্রকাশ: 20/11/2022


Thumbnail

দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হওয়ার আর মাত্র কয়েক ঘন্টা বাকি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ মাঠে গড়াবে কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচ। মুখোমুখী হবে আয়োজক দেশ কাতার এবং ইকুয়েডর।

এবারের বিশ্বকাপে প্রথমবারের মত সাংকেতিক ভাষায় ম্যাচের হাইলাইটস উপভোগ করতে পারবেন দর্শকরা বলে জানিয়েছে ফিফা। বিশ্বকাপের প্রথম থেকে ফাইনাল পর্যন্ত মোট ৬৪ টি ম্যাচের হাইলাটস টিভিতে দেখানো হবে। বিষটি নিশ্চিত করেছে ফিফা্র অফিশিয়াল ফেইজবুক ফেইজ ।

কাতার বিশ্বকাপে মোট ৩২ দল অংশগ্রহন করবে।আটটি গ্রুপে ভাগ হয়ে প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে নামবে দলগুলো ।

এরই মধ্যে কাতার বিশ্বকাপ আয়োজন দিয়ে প্রথমবারের মত গড়তে যাচ্ছেন দুইটি ইতিহাস ।প্রথম বারের বিশ্বকাপ খেলার সুযোগ এবং মধ্যপ্রাচ্যের একক দেশ হিসবে বৈশ্বিক আসরে আয়োজনের কৃতিত্ব।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭