ওয়ার্ল্ড ইনসাইড

আইএসের হাতে চার ইরাকি সৈন্য হত্যা


প্রকাশ: 20/11/2022


Thumbnail

ইসলামিক স্টেট গোষ্ঠী (আইএস) এর জঙ্গিরা শনিবার (১৯ নভেম্বর) ভোরে কিরকুকের গভর্ণর শাসিত উত্তর-পশ্চিমাঞ্চলে ইরাকি সেনাবাহিনীর একটি অবস্থানে হামলা চালিয়ে চার ইরাকি সৈন্যকে হত্যা করেছে।

নিরাপত্তা সূত্র এবং একজন স্থানীয় সরকারি কর্মকর্তা জানিয়েছেন, দিবিস জেলার আইএস যোদ্ধারা সৈন্যদের অস্ত্র ও যোগাযোগের সরঞ্জাম নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তারা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন কারণ সংবাদ মাধ্যমকে বিবৃতি দেওয়ার জন্য তাদের অনুমতি দেওয়া হয়নি।

প্রায় এক বছরের মধ্যে এটিই প্রথম এ ধরনের হামলা। জানুয়ারিতে, আইএসের বন্দুকধারীরা বাকুবা শহরের বাইরে পার্বত্য আল-আজিম জেলায় একটি ব্যারাকে প্রবেশ করে, যেখানে তারা ঘুমন্ত অবস্থায় একজন প্রহরীকে হত্যা করে এবং ১১ জন সৈন্যকে গুলি করে হত্যা করে।

কিরকুকের গভর্নর রাকান সাইদ আল-জিবরি দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, এই হামলাটি "নিরাপত্তা বাহিনীর অবহেলা এবং যত্নের অভাবের ফল।"

তিনি আরো বলেন, আক্রমণের স্থানটি এমন একটি এলাকা যেখানে কর্তৃত্ব ইরাকি সেনাবাহিনী এবং কুর্দি পেশমার্গা বাহিনীর মধ্যে বিভক্ত "তাই কোন সমন্বয় নেই, এবং আইএস এটির সুযোগ নেয়।"



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭