ইনসাইড গ্রাউন্ড

আর্জেন্টিনার জনসংখ্যার চেয়ে ১০ গুণ বেশি ফলোয়ার মেসির


প্রকাশ: 20/11/2022


Thumbnail

দক্ষিণ আমেরিকার মোট জনসংখ্যার চেয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি ফলোয়ার রয়েছে আর্জেন্টাইন সুপারস্টার  লিওনেল মেসির।

প্যারিস সেন্ট জার্মেই এবং আর্জেন্টিনার অবিশ্বাস্য জনপ্রিয় এই তারকার বিশ্বব্যাপী অনুসারীর সংখ্যা প্রায় ৪৭৬ মিলিয়ন। যেখানে দক্ষিণ আমেরিকা মহাদেশের মোট জনসংখ্যা ৪৩৯ মিলিয়ন।

অন্যদিকে, মেসির অনুসারীর সংখ্যা আর্জেন্টিনার জনসংখ্যারও প্রায় ১০ গুণেরও বেশি। 

এ ছাড়াও খেলোয়াড় হিসেবে যেসব দেশে খেলেছেন, সেসব দেশের জনসংখ্যার চেয়ে মেসির অনুসারী ৩০০ মিলিয়ন বেশি।  

এক্ষেত্রে আর্জেন্টিনা, স্পেন এবং ফ্রান্সের মোট জনসংখ্যা ১৬০ দশমিক ৬ মিলিয়ন মিলিয়ন। 

একই হিসাবে মেসির পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন পাওলো দিবালা। তার অনুসারীর সংখ্যা ৬৮ দশমিক ৯ মিলিয়ন। 

কাতার ২০২২ বিশ্বকাপে অষ্টম জনপ্রিয় খেলোয়াড় হিসেবে শীর্ষ-১০ র‌্যাঙ্কিংয়ে রয়েছেন তিনি। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭