ইনসাইড বাংলাদেশ

পূর্ব শত্রুতা জেরে ৪০০ বাঁশ কর্তন করলো প্রতিপক্ষ


প্রকাশ: 21/11/2022


Thumbnail

সাতক্ষীরায় তালার শিরাশুনী গ্রামে জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতা জের ধরে ও বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকা সত্বেও ৪ শত বাঁশ কর্তন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে শরীফ রায়হান মিশু থানায় একটি এজাহার দায়ের করেছেন।

জানা যায়, তারা উপজেলাা তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনী গ্রামে মো: আশরাফ উদ্দীন শেখের সহিত উল্লেখিত প্রতিপক্ষদের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার(১৮ নভেম্বর) সকালে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে ভুক্তভোগীর দখলে থাকা ৪ শত বাঁশ কর্তন করে নিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আশরাফ উদ্দিন শেখার ছেলে শরীফ রায়হান মিশু বাদি হয়ে একই গ্রামের মোঃ আব্দুর রশিদ শেখের ছেলে মোঃ মন্টু শেখ সহ ১০ জনকে আসামী ও ৯-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে তালা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে বর্ধিত অন্যান্য বিবাদীরা হলেন, মোঃ রশিদ শেখের ছেলে মোঃ কুদ্দুস শেখ,ছাত্তার শেখের ছেলে মোঃ বাবুল শেখ, মৃত্যু কোনায় শেখের ছেলে মোঃ মান্নান শেখ, আব্দুর রশিদ শেখ, আব্দুস সাত্তার শেখ, মোশাররফ শেখের ছেলে মোঃ নাজমুল শেখ, মোঃ ইকবাল শেখ, মান্নান শেখের ছেলে মোঃ জুয়েল শেখ, মোঃ বাবলু শেখের ছেলে মোঃ নাজিম শেখ সহ অজ্ঞাতনামা ৯-১০ জন  আসামি।
 
থানায় দায়েরকৃত এজাহারের তথ্যমতে, ঘটনায় দিন পূর্ব শত্রুতার জের ধরে শিরাশুনি মৌজার সাবেক ৫৮১,৫৮৩ দাগের জমি সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তরা পূর্ব পরিকল্পিত ভাবে হাতে দা কুড়াল,হাত করাত, বাঁশ কাঁটার সামগ্রী সহ লাঠি লোহার রড সহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া ভুক্তভোগীর পিতার স্বত্ব দখলীকার জমিতে প্রবেশ করিয়া অভিযুক্তরা একে অপরের সহযোগিতায় উক্ত জমিতে থাকা চার শত বাঁশ কাটিয়া আনুমানিক ৪০ হাজার টাকার ক্ষতিসাধন করেন।এ সময় অভিযুক্তরা বাঁধা প্রদান করিতে গেলে অভিযুক্ত সহ অজ্ঞাতনামা সকলে খুন জখমের হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করেন। উক্ত জমি নিয়ে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে একটি আপিল মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।

এবিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করীম জানান, এমন একটি এজাহার এসেছে। এজাহারটি তদন্তধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭