ইনসাইড গ্রাউন্ড

বর্ণবাদের বিরুদ্ধে বিশ্বকাপে প্রতিবাদ জানাবে ইংল্যান্ড


প্রকাশ: 21/11/2022


Thumbnail

ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। আর এ ম্যাচের শুরুতে "ব্ল্যাক লাইভস ম্যাটার" আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে হাঁটু গেড়ে প্রতিবাদ জানাবে ইংল্যান্ড ফুটবল দল। এ তথ্য নিশ্চিত করেছেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট।  

খেলা শুরুর ঠিক আগে হাঁটু গেড়ে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে থ্রি লায়ন্সরা। ২০২০ সালে যুক্তরাষ্ট্র কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এর প্রচলন শুরু হয়। ইংল্যান্ডের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও আয়োজক দেশ কাতার।

এ বিষয়ে সাউথগেট বলেন, ‘বর্নবাদের বিরুদ্ধে ইংল্যান্ড ফুটবল দল দীর্ঘ সময় ধরে প্রতিবাদ করে আসছে। বিশ্বকাপেও আমরা সে ধারা ধরে রাখতে চাই। 

বিশ্বকাপ একটিবড় মঞ্চ, যেখানে নজর থাকে পুরো পৃথিবীর। তাই  বিশ্বকাপের মাধ্যমে বর্ণবাদের বিরুদ্ধে আমরা শক্তিশালী বার্তা দিতে চাই। যা অনেক মানুষের কাছে পৌঁছবে। সেই সাথে তরুণ সমাজের কাছে এই বার্তা পৌঁছানো খুব প্রয়োজন। যাতে করে সুন্দর বৈষম্যহীন পৃথিবী গড়ে উঠতে পারে। একই সাথে যাদের অন্তরে বর্ণবাদের বীজ রয়েছে, তারাও যেন এই বার্তার মাধ্যমে নিজেদের মানসিকতার পরিবর্তন আনতে পারেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭