ইনসাইড বাংলাদেশ

প্রধান বিচারপতির শপথ আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/02/2018


Thumbnail

বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ২২তম প্রধান বিচারপতি হিসেবে আজ সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সন্ধ্যায় প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করাবেন।

শুক্রবার রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারক মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতির পদে নিয়োগ সংক্রান্ত পত্রে সই করেন।

এরই মধ্যে, রাষ্ট্রপতির কার্যালয় থেকে ফাইল পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে।আইন মন্ত্রণালয় স্বাক্ষর করে প্রধান বিচারপতির নিয়োগের প্রজ্ঞাপন জারি করবে।

আপিল বিভাগের অন্যতম জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি সরকারের আস্থাভাজন বলেও পরিচিত। এ কারণেই তাঁকেই রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ প্রধান বিচারপতি হিসেবে বেছে নিয়েছেন বলে জানিয়েছেন বিচার বিভাগ সংশ্লিষ্টরা।

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা প্রায় আড়াই মাস আগে পদত্যাগ করলেও তাঁর মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হলো ৩১ জানুয়ারি।

বাংলা ইন সাইডার/এএফ/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭