ইনসাইড গ্রাউন্ড

বড় লিড নিয়ে বিরতিতে ইংল্যান্ড


প্রকাশ: 21/11/2022


Thumbnail

ইরানের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ্ব শেষে ৩-০ গোলের লিড নিয়েছে ইংল্যান্ড। ম্যাচের ৮ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলো ইংল্যান্ড। হ্যারি ম্যাগুয়ার তা কাজে লাগাতে ব্যর্থ হন। সেই আক্রমণ প্রতিহত করতে গিয়ে ডিফেন্ডার মাজিদ হুসেইনির সাথে ধাক্কা খান গোলরক্ষক আলিরেজা বেইরানভান্ডের। বেশ কিছু সময় মাঠে তার চিকিৎসা চলে। এরপর উঠে দাড়ালেও খেলা চালিয়ে যেতে পারেন নি তিনি। ম্যাচের মাত্র ২০ মিনিটে তার বদলি হিসেবে মাঠে নামেন আরেক গোলরক্ষক হুসেইন হুসেইনি।

২৭ মিনিটে প্রথম গোছানো আক্রমণ চালায় ইংল্যান্ড। তবে ডি বক্সের সামনে থেকে শাকার নেয়া শটটি সরাসরি চলে যায় গোলরক্ষকের হাতে। ৩০ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করে ইংল্যান্ড। দুই মিনিট পর ম্যাগুয়ারের হেড পোষ্টে লেগে ফিরে আসে। একের পর এক আক্রমণ চালালেও জালের দেখা পাচ্ছিলো না ইংলিশরা। তবে ম্যাচের ৩৫ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় থ্রি লায়ন্সরা। দারুণ এক হেডে গোল করে দলকে এগিয়ে দেন বেলিংহাম। এটি ইংল্যান্ডের হয়ে প্রথম গোল এই তরুণ মিডফিল্ডারের।

এরপর থেকে ইরানকে চেপে ধরে হ্যারি কেইনের দল। ৪৩ মিনিটে ইংলিশদের হয়ে দ্বিতীয় গোল করেন শাকা। এ গোলে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন তিনি। আর প্রথমার্ধ্বের যোগ করা সময়ের প্রথম মিনিটে হ্যারি কেইনের অ্যাসিস্টে দলকে বড় লিডের দিকে নিয়ে যান রাহিম স্টারলিং। তার গোলে ৩-০  ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। আর বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পান স্টারলিং। বাকি সময়ে আর কোন গোল না হলে, স্কোরলাইন অপরিবর্তিত রেখে বিরতিতে যায় দুই দল। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭