ইনসাইড গ্রাউন্ড

গোলশূন্য অবস্থায় শেষ প্রথমার্ধ্ব


প্রকাশ: 21/11/2022


Thumbnail

বিশ্বকাপে 'এ' গ্রুপের ম্যাচে লড়ছে নেদারল্যান্ডস ও সেনেগাল। দোহার আল থুমামা স্টেডিয়ামে প্রথমবারের মতো কোন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে মুখোমুখি হয়েছে দুই দল। এর আগে কখনোই নিজেদের মধ্যে ম্যাচ খেলেনি নেদারল্যান্ডস ও সেনেগাল।

ম্যাচের শুরু থেকেই দুই দলই চাপ সৃষ্টি করে প্রতিপক্ষের ডি বক্সে। তবে গোলপোষ্টে রাখতে পারেনি কোন দলই। ম্যাচের ১৮ মিনিটে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ পেয়েছিলো ডাচরা। তবে ডি বক্সের ভেতর সে সুযোগ কাজে লাগাতে পারেন নি ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং।

২২ মিনিটে ডি বক্সের একটু বাইরে ডি লিট ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় নেদারল্যান্ডস। সেখান থেকেও গোল আদায় করে নিতে ব্যর্ত হয় কমলা জার্সিধারীরা। আক্রমণ-প্রতি আক্রমণে চলতে থাকে খেলা। ২৫ মিনিটে ডি বক্সের মধ্যে সেনেগালের দারুণ এক প্রচেষ্ঠা নষ্ট করে দেন ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক। দুই মিনিট পর কর্ণার থেকের বল পেয়ে হেড করলেও তা লক্ষ্যে রাখতে পারেন নি ফন ডাইক। ৩৩ মিনিটে সাবালির ডি বক্সের বাইরে থেকে নেয়া দুর্বল শট ঠেকাতে বেগ পেতে হয়নি ডাচ গোলকিপারকে।

পুরোটা সময় আক্রমণাত্নক ফুটবল খেললেও জালের দেখা পাচ্ছিলো কেউই। গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭