ইনসাইড গ্রাউন্ড

বাবা বিশ্বকাপ খেলতে না পারলেও খেলছেন ছেলে


প্রকাশ: 22/11/2022


Thumbnail

জর্জ উইয়াহের ছেলে টিমোথি উইয়াহ জন্ম যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে। বিশ্বকাপে খেলছেন যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে। ক্লাব ফুটবলে খেলেন প্যারিসের প্রথম ডিভিশনের লিলির হয়ে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গতকাল রাতে যুক্তরাষ্ট্র মাঠে নামে গেরেথ বেলের দেশ ওয়েলসের বিপক্ষে। যুক্তরাষ্ট্রের হয়ে মাঠে নামেন টিমোথিও। ম্যাচের ৩৬মিনিটে সতীর্থের অসাধারণ পাসে গোলের দেখাও পান টিমোথি। ম্যাচের ৮২ মিনিটে সমতা ফেরান ওয়েলস। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলের।

বাবা বিশ্বকাপ খেলতে না পারলেও খেলছেন ছেলে। টিমোথি উইয়াহ কাতার বিশ্বকাপে মাঠে নামেন যুক্তরাষ্ট্রের হয়ে। বাবা জর্জ উইয়াহ খেলেছেন লাইবেরিয়ার হয়ে।  ১৯৯৫ সালে ব্যালন ডি ওর বিজয়ী সাবেক ফুটবলার জর্জ উইয়াহ বর্তমানে আফ্রিকার দেশ লাইবেরিয়ার প্রেসিডেন্ট। লাইবেরিয়া পশ্চিম আফ্রিকায় অবস্থিত। জর্জ উইয়াহের বর্ণিল ছিলো ফুটবল ক্যারিয়ার। ক্ল্যাব ফুটবলে খেলছেন মোনাকো,পিএসজি,চেলসি,ম্যানসিটির মত জনপ্রিয় ক্লাব গুলোতে। ক্লাব ক্যারিয়ারে ৪০০“র” অধিক ম্যাচ খেলে গোল করেছেন ২০০টির মত। সাবেক এ স্ট্রাইকার ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন লাইবেরিয়ার।

টিমোথি চলতি বিশ্বকাপে একটি গোল নিয়ে যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে মোট চারটি গোল করেন। অন্যদিকে ফুটবলে বাবা জর্জ উইয়াহের বর্নিলে ক্যারিয়ার থাকলে খেলা হয় নি বিশ্বকাপের মত বড় টুর্নামেন্ট।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭