ইনসাইড বাংলাদেশ

চট্টগ্রাম কালুরঘাট সেতুতে তেলবাহী ট্রেনের গার্ড ব্রেক লাইনচ্যুত


প্রকাশ: 22/11/2022


Thumbnail

চট্টগ্রাম কালুরঘাট সেতুতে তেলবাহী ট্রেনের গার্ড ব্রেক লাইনচ্যুত হয়েছে।। যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। 
চট্টগ্রামের কালুরঘাট সেতুতে ফার্নেস অয়েল খালাস করে ফেরার পথে ট্যাংক ওয়াগনের গার্ড ব্রেক লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কালুরঘাট সেতু দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। পায়ে হেঁটেই সেতু পার হচ্ছেন । 
সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে ফার্নেস তেল খালাস করে ফেরার পথে ট্রেনটির গার্ড ব্রেক লাইনচ্যুত হয়। তবে অন্যান্য বগি নিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এ দুর্ঘটনার কারণে সেতুর দু’প্রান্তে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। অনেকে বাধ্য হয়ে নদী দিয়ে নৌকা ও সেতুর ওপর দিয়ে হেঁটে এপার ওপার করছেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান  বলেন, দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে ফার্নেস তেল খালাস করে ফেরার পথে একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়েছে। লাইনচ্যুত গার্ড ব্রেক সরিয়ে নিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭