ইনসাইড হেলথ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে


প্রকাশ: 22/11/2022


Thumbnail

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায়  আরো ৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৮৯ জনে।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। ফলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩১। নতুন ৮৮ জন নিয়ে জেলায় চলতি মাসে এক হাজার ৫১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এক হাজার ১৮০ জন নগরীর ও ৩৩৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭