ওয়ার্ল্ড ইনসাইড

সমকামী প্রতীকের পোশাক পরায় কাতারে মার্কিন সাংবাদিক আটক


প্রকাশ: 22/11/2022


Thumbnail

সমকামী প্রতীকের পোশাক পরে কাতারে ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামে প্রবেশ করায় কাতারের নিরাপত্তাবাহিনী কর্তৃক এক মার্কিন সাংবাদিককে আটক করার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ওই সাংবাদিকের নাম গ্রান্ট ওয়াহল। তিনি একজন সাবেক স্পোর্টস ইলাস্ট্রেটেড সাংবাদিক এবং এখন তার নিজের একটি ওয়েবসাইট রয়েছে। তিনি বলেছেন, ওয়েলসের বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ দেখতে আল রাইয়ানের আহমেদ বিন আলী স্টেডিয়ামে প্রবেশ করার সময় বিশ্বকাপে নিরাপত্তায় নিযুক্ত কর্মীরা তাকে আটক করে এবং তার শার্ট খুলে ফেলতে বলে।

স্টেডিয়ামে বসে এ ঘটনা ঘটনার সময় তিনি ফোনে ভিডিও ধারনের চেষ্টা করেন। এ সময় তার ফোন কেড়ে নেওয়া হয়। পরে তিনি এক টুইট বার্তায় বলেন, ‘আমি ঠিক আছি, কিন্তু এটি একটি অপ্রয়োজনীয় কঠোর পরীক্ষা ছিল।’

পরবর্তীতে তিনি বলেন, একজন নিরাপত্তাকর্মী পরে তার কাছে আসেন এবং ক্ষমা চান। পরে তাকে অনুষ্ঠানস্থলে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এছাড়াও ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফার একজন প্রতিনিধি তার কাছে ক্ষমা চেয়েছেন বলেও জানান গ্রান্ট ওয়াহল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭