ইনসাইড গ্রাউন্ড

আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো বন্ধ করুন: মেসি


প্রকাশ: 22/11/2022


Thumbnail

মঙ্গলবার (২২ নভেম্বর) সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। কাতারে পা রাখার পর দুই দিন ভালো করে অনুশীলন করেননি লিওনেল মেসি। পরে একা একাই প্র্যাকটিস করেন তিনি। ইতোমধ্যে তার বাঁ পা ফোলা দেখা যায়। এতে আশঙ্কা জাগে, সৌদি আরবের বিপক্ষে মেসি খেলতে পারবেন কিনা।

মেসির চোট নিয়ে এর আগে কথা বলেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। এবার মেসি নিজেই সাফ জানিয়ে দিলেন, প্রথম ম্যাচের জন্য পুরো ফিট আছেন তিনি। একই সাথে তাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো বন্ধ করতেও অনুরোধ করেন তিনি।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মেসি বলেন, ‘আমাকে নিয়ে দয়া করে আপনারা বিভ্রান্তি ছড়ানো বন্ধ করুন। কখনও বলছেন, আমি দলের সঙ্গে প্র্যাকটিস করিনি। কখনও বলছেন, একা একা করেছি। এসব নিয়ে কথা হয়েই যাচ্ছে । আসলে প্রথম ম্যাচটার জন্য নিজের মতো করে তৈরি হচ্ছিলাম।’

এবারের বিশ্বকাপের প্রস্তুতি নেয়ার জন্য দলগুলো খুব বেশি সময় পায়নি। অধিকাংশ ফুটবলারই ক্লাব ফুটবল থেকে সরাসরি যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে মেসি জানান, এবারের বিশ্বকাপ আগের গুলোর চেয়ে ব্যতিক্রম।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ (২২ নভেম্বর) বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে মেসিরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭