ইনসাইড গ্রাউন্ড

সৌদি আরবের বিপক্ষে কারা আছেন আর্জেন্টিনার একাদশ


প্রকাশ: 22/11/2022


Thumbnail

সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে আর্জেন্টিনা। আজ (মঙ্গলবার)দোহার লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার ‘সি' গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হবে এই দুই দল।

এই ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ? লিওনেল মেসি কি শুরু থেকেই খেলতে পারবেন? গত কয়েকদিনে মেসির অনুশীলনে অনুপস্থিতি কিংবা একা একা গা-গরম করার দৃশ্য দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল সমর্থকদের। অবশেষে সকল জল্পনা কাটিয়ে মূল একাদশ ঘোষণা করলো আর্জেন্টিনা।

র্যাঙ্কিংয়ে ৫১ নম্বরে থাকা সৌদি আরবের বিপক্ষে পূর্ণ শক্তির একাদশ নিয়েই নামছে র্যাঙ্কিংয়ে ৩ নম্বরে থাকা আর্জেন্টিনা। গোলবারের নিচে থাকছেন দলের প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার সামনে বরাবরের মতো থাকছে ক্রিস্টিয়ান রোমেরো-নিকোলাস ওতামেন্ডির জুটি।

দুই সেন্টারব্যাকের দুপাশে ফুলব্যাক হিসেবে থাকছে নাহুয়েল মলিনা ও নিকলাস ট্যাগলিয়াফিকো।

মধ্যমাঠে ডাবল পিভট হিসেবে রদ্রিগো ডি পল ও লিয়ান্দ্রো পারাদেসের ওপর ভরসা রাখছেন স্ক্যালোনি। একক স্ট্রাইকার হিসেবে সবার সামনে থাকছেন লাউতারো মার্টিনেজ। তার নিচে দুপাশে থাকছেন অ্যাঞ্জেল ডি মারিয়া ও আলেহান্দ্রো গোমেজ। মার্টিনেজের ঠিক নিচে নম্বর টেন রোলে থাকছেন অধিনায়ক লিওনেল মেসি।

ডিফেন্সিভ ফুটবল খেলতে অভ্যস্ত সৌদি আরব খেলবে ৪-৫-১ ফর্মেশনে। তাদের রক্ষণদূর্গ ভাঙতে স্ক্যালোনি বেছে নিয়েছেন ৪-২-৩-১ ফর্মেশন।

আর্জেন্টিনা একাদশ: এমি মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকলাস ওতামেন্ডি, নিকলাস ট্যাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারাদেস, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, আলেহান্দ্রো গোমেজ, লাউতারো মার্টিনেজ।

সৌদি আরব একাদশ: আল-ওয়াইস; আব্দুলহামিদ, আল-তামবাকতি, আল-বুলাইহি, আল-শাহারানি; আল-বুরাইখান, মোহামেদ কান্নো, আল-মালিকি, আল-ফারাজ, আল-দাওসারি; আল-শাহেরি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭