ওয়ার্ল্ড ইনসাইড

সৌদিতে ১০ দিনে ১২ জনের মৃত্যুদণ্ড


প্রকাশ: 22/11/2022


Thumbnail

মাদক অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সৌদি আরব ১০ দিনে ১২ জনের মৃত্যুদণ্ড দিয়েছে। তাদের মধ্যে ছুরি দিয়ে শিরচ্ছেদও করা হয়েছে কয়েকজনের। সম্প্রতি টেলিগ্রাফের প্রকাশিত এক রিপোর্টে এমন তথ্য জানা যায়। 

মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন পাকিস্তানি, ৪ জন সিরিয়ান, ৪ জন জর্ডান এবং ৩ জন সৌদি আরবের নাগরিক ছিলেন।

এর পূর্বে চলতি বছরের মার্চ মাসে দেশটি ৮১ জনের মৃত্যুদণ্ড দেয়। হত্যা, জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততাসহ বিভিন্ন ধরনের অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

দুই বছর আগে সৌদি আরব অঙ্গীকার করে, তারা অপরাধীদের এমন সাজা কমাবে। তুরস্কে ২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যাকাণ্ডের পর এই অঙ্গীকার করেছিল যুবরাজ সালমান। তবে সম্প্রতি দেশটিতে মৃত্যুদণ্ড আরও বাড়িয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭