ইনসাইড গ্রাউন্ড

সৌদির কাছে হেরে গিয়ে যা বললেন আর্জেন্টাইন কোচ


প্রকাশ: 22/11/2022


Thumbnail

সৌদি আরবের কাছে অবিশ্বাস্যভাবে হেরে কাতার বিশ্বকাপ শুরু করলো আর্জেন্টিনা। মঙ্গলবার (২২ নভেম্বর) লিওনেল মেসিদের ২-১ গোলে হারিয়ে দিয়েছে সৌদি। মেসির একটি এবং মার্টিনেজের দুটি গোল বাতিল হয়েছে ভার-এর সাহায্যে। স্তব্ধ হয়ে গেছে আর্জেন্টিনা শিবির। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি প্রথম ম্যাচের হতাশাকে ঝেড়ে ফেলে দলকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘উঠে দাঁড়িয়ে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। এটা নিয়ে এতো বিশ্লেষণও আমরা করতে চাই না। আজকের দিনটা হতাশার। তবে আমাদের মাথা উঁচু রাখতে হবে।’

তিনি যোগ করেন, ‘ম্যাচের আগে আমরা ফেভারিট হিসেবে নেমেছিলাম। এখনও তাই-ই আছি। বিশ্বকাপে এমনটা হতেই পারে। যে বিষয়গুলো আমাদের পক্ষে যায়নি সেগুলো নিয়ে কাজ করতে হবে। দুটা ম্যাচ আছে। সেগুলোতে মরিয়া হয়ে খেলতে হবে আমাদের।’ 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭