ইনসাইড গ্রাউন্ড

সার্বিয়ার বিপক্ষে কেমন হচ্ছে ব্রাজিলের একাদশ


প্রকাশ: 23/11/2022


Thumbnail

বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ের সবার শীর্ষে থাকা দল ব্রাজিল। কাগজে কলমে তাই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদারও ৫ বারের বিশ্বকাপ জয়ী দেশটিকড়া নিরাপত্তার মাঝে থাকা দলটির সম্পর্কে আগ্রহের কমতি নেই দর্শকদের। কোচ তিতের সঙ্গে স্কোয়াডের সবাই এখন অবস্থান করছে কাতারে। রুটিন কিছু ছবি তোলা ও ভিডিও ফুটেজ ধারণ বাদ দিলে ব্রাজিলের অনুশীলনে রয়েছে ‘প্রবেশ-নিষেধ’ ব্যানার। সাধারণ দর্শক সমর্থক যেমন প্রিয় দলের নাগাল পাচ্ছেন না তেমনি নাগাল পাচ্ছেন না তথ্য সংগ্রহ করতে যাওয়া গনধ্যমগুলোও। কোচ তিতের এ গোপনীয়তা হয়ত প্রথম একদশ ঘিরে। প্রথম একাদশ কেমন হবে স্কোয়াডে কারা খেলবেন এবং দলে কী কৌশল নিয়ে কাজ চলছে, সেটি আড়ালে রাখার চেষ্টা। প্রযুক্তির এ যুগে যেটি অসম্ভবই বটে। তবে এরই মধ্যে ব্রাজিলের একটি টেলিভিশনে প্রকাশ করা হয়েছে সার্বিয়ার বিপক্ষে নেইমারদের সম্ভাব্য একাদশ। টেলিভিশন গ্লোবোর তথ্যনুযায়ী আগামীকাল সার্বিয়ার বিপক্ষে প্রচলিত ধারার বাইরের একাদশ নামাবেন তিতে। যে একাদশে মূল মনোযোগ দেওয়া হয়েছে আক্রমণভাগে। এ জন্য একজন সেন্ট্রাল মিডফিল্ডার কম খেলানোরও সিদ্ধান্ত নিয়েছেন তিতে।

আক্রমণভাগে নেইমার ও রিচার্লিসনের দুই পাশে খেলবেন রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। মিডফিল্ডার হিসেবে থাকবেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেদ এবং ওয়েস্ট হামের লুকাস পাকেতা। তবে পাকেতা কিছুটা সামনে থাকবেন। রক্ষণে থিয়াগো সিলভা ও মার্কিনিওস থাকবেন মাঝখানে, দুই পাশে দানিলো এবং অ্যালেক্স সান্দ্রো। আর গোলপোস্টের নিচে অ্যালিসন। প্রথম একাদশ এভাবে সাজিয়ে সোম ও মঙ্গলবার ‘ক্লোজড-ডোরে’ অনুশীলন করেছে ব্রাজিল।
এখন দেখার বিষয়,‘ফাঁস’ হওয়া দলটিই কি প্রথম ম্যাচের শুরুর একাদশে থাকছে কি না।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭