ইনসাইড গ্রাউন্ড

ব্রাজিল বিশ্বকাপের স্মৃতি ভুলতে চান ঘানার অধিনায়ক


প্রকাশ: 24/11/2022


Thumbnail

শিপ কন্টেইনার দিয়ে তৈরি করা স্টেডিয়ামে আজ রাত ১০ টায় মুখোমুখি হবে পর্তুগাল বনাম ঘানা ফিফা র‍্যাঙ্কিংয়ে পর্তুগালের অবস্থান যেখানে নম্বর। সেখানে ঘানার অবস্থান ৬১তম। তাই র‍্যাঙ্কিং বিবেচনায় ঘানার চেয়েও বেশ এগিয়ে পর্তুগীজরা

পর্তুগালে রয়েছে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় রোনালদো। যদিও নিজ ক্লাব ম্যানইউকে নিয়ে বেশ মানসিক চাপেই আছেন রিয়ালের সাবেক তারকা। সব কিছু ছাপিয়ে বিশ্বকাপে নিজের সেরাটা দিতে চাইবেন শেষবারের মত বিশ্বকাপ খেলতে আসা ৩৮ বছর বয়সী ফুটবলার। শক্তিমত্তা  তারকা খ্যাতির দিক দিয়ে বেশ এগিয়ে পর্তুগিজরা। অন্যদিকে বিশ্বকাপের দুদার্ন্ত বাছাই পর্ব খেলে আসা ঘানা বেশ ভারসাম্যপূর্ণ। ঘানার দলে তারকাখ্যাতি না থাকলেও রয়েছে প্রথম সারির ক্লাবে খেলা অনেক ফুটবলার। তাই আফ্রিকার দেশটিও মুখিয়ে থাকবে জয়ের জন্য।   

আফ্রিকার দেশ ঘানা পর্যন্ত বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ  করেছে যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পোঁছানো যেখানে তারা উরুগুয়ের সাথে - গোলে ড্র করার পর পরে - গোলের ব্যবধানে পরাজিত হয়।

ঘানার প্রধান শক্তির জায়গা ধারাবাহিকতা শারীরিক সক্ষমতা। বাছাপর্বে দুদার্ন্ত পারফরম্যান্স ঘানাকে করে তুলেছে আত্নবিশ্বাসী। ঘানার কোচ অটো আডো বিশ্বকাপ স্কোয়াড নিয়ে তাই বেশ নির্ভার রয়েছেনদলে জায়গা পেয়েছেন ২০১৪ বিশ্বকাপে খেলা আন্দ্রে আয়েই। বর্তমানে কাতারের ক্লাব আল সাদের হয়ে খেলেন তিনি কাতারের কন্ডিশনের সাথে ভালোই পরিচিত ৩২ বয়সী খেলোয়াড় আন্দ্রের ভাই জর্ডান আয়েউও আছেন দলে। জর্ডান খেলেন ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসের হয়ে। এছাড়াও ঘানার দলে রয়েছে প্রথম সারির ক্লাব গুলো খেলা বেশ কয়েকজন ফুটবলার। সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ এক দল ঘানা।

বিশ্বকাপে পর্তুগালের সেরা সাফল্য সেমিফাইনাল খেলা। ১৯৬৬ সালে উত্তর কোরিয়ার বিপক্ষে তিন গোলে পিছিয়ে থেকেও - ব্যবধানে জিতে প্রথমবারের মত সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন ইউসেবিওর দল। সেবার সেমিফাইনালে ইংলিশদের কাছে পরাজিত হয়ে ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয় পর্তুগালের। এর ৪০ বছর পরে সেই ইংল্যান্ডকে হারিয়ে আবারও সেমিফাইনালে উঠে রোনালদোরা।

পর্তুর্গীজ কোচ ফের্নান্ডো স্যান্টোস এর দলে ৫ম বিশ্বকাপ খেলতে আসা রোনালদোর সাথে রয়েছেন তার ম্যানইউ সতীর্থ ব্রুনো ফার্নান্ডেজ। ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা জোয়াও ক্যানসেলো এবং রুবেন নেভেস আছেন কোচের বিশ্বকাপ স্কোয়াডে। গোলকিপার নিয়ে চিন্তায় থাকবেন পর্তুগীজ কোচ কারণ স্কোয়াডে জায়গা পাওয়া তিন গোলকিপার কোস্তারোমার রুই প্যাট্রিসি উলভস তিনজনের কারোরি খেলা হয়নি বিশ্ব আসরের মত বড় টুর্নামেন্ট।

এর আগে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে পর্তুগালের বিপক্ষে মাঠের লড়াইয়ে নেমেছিলো ঘানা। শেষ পর্যন্ত ঘানা লড়াই চালিয়ে গেলোও ম্যাচের শেষ দশ মিনিটে রোনালদোর গোলে পরাজয় নিয়ে মাঠে ছাড়তে হয়েছিলো আন্দ্রেদের। ঘানার অধিনায়ক জানান সে ভুল তারা কাতার বিশ্বকাপে করতে চাইবেন না। জয় তুলে নেওয়ায় একমাত্র লক্ষ্যে আফ্রিকার দেশটির



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭