ইনসাইড গ্রাউন্ড

ব্রাজিলকে ভয় পাই না বলে সার্বিয়ার হুঙ্কার


প্রকাশ: 24/11/2022


Thumbnail

বিশ্বকাপের প্রতিটি আসরে খেলা একমাত্র দল ব্রাজিল। এবারের আসরে শীর্ষ ফেভারিট দলগুলোর তালিকায় থাকা সেলেসাওরা প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাছাই পর্বে অপরাজিত থেকে কাতারের টিকেট পাওয়া সার্বিয়ার।

দোহার লুসাইল স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ‘জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-সার্বিয়া। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১টায়।

ম্যাচের পুর্ববর্তি সংবাদ সম্মেলনে তিতে ও তার শিষ্যদের সরাসরি এক ধরনের হুমকি দিয়ে রেখেছেন সার্বিয়া কোচ দ্রাগান স্তয়কোভিচ। বলছেন, তারা ভয় পান না কাউকেই।

সার্বিয়া কোচ বলেন, ব্রাজিল দারুণ দল, পৃথিবীর অন্যতম সেরা। আমার মতে তাদের একটা সোনালি প্রজন্ম আছে এখন আর খুব কঠিন একটা ম্যাচের প্রত্যাশা করছি। খেলাটা শুরু হবে ০-০ তে, আমাদের জয়ের সুযোগ আছে। আমরা কাউকে ভয় পাই না, এমনকি ব্রাজিলকেও না। 

ব্রাজিলকে অবশ্য বিশ্বকাপের দাবিদারদের একজন মানছেন তিনি, ব্রাজিল ব্যক্তিগত ও দলগতভাবে দারুণ দল। তারা নিশ্চিতভাবেই বিশ্বকাপের অন্যতম দাবিদার। কিন্তু আমরা নিজেদের দিকেই তাকাতে চাই। আমরা ব্রাজিলের কোয়ালিটি দেখছি, তবে একই সঙ্গে নিজেদেরও। দেশকে গর্বিত করতে চাই ও নিজেদের ধরনের ফুটবল খেলতে চাই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭