ইনসাইড গ্রাউন্ড

মুখোমুখি উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া


প্রকাশ: 24/11/2022


Thumbnail

কাতার বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া। আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে দুই দলের এই ম্যাচ দিয়ে শুরু হলো 'এইচ' গ্রুপের মাঠের লড়াই। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে এক দল নিয়ে এবার কাতার বিশ্বকাপ খেলতে এসেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। গডিন-কাভানি-সুয়ারেজদের সাথে রয়েছে ভালভের্দে-নুনিয়েজদের মতো তরুণ ফুটবলাররা। ফিফা র‍্যাংকিংয়েও দক্ষিণ কোরিয়ার থেকে এগিয়ে উরুগুয়ে।

তবে দল হিসেবে খেলে ম্যাচে ইতিবাচক ফল আনতে চায় দক্ষিণ কোরিয়া। সবশেষ বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে সামর্থ্যের জানান দেয়া দলটি এবার ভাল কিছু করে দেখাতে চায়। ২০০২ সালে ঘরের মাটিতে হওয়া বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিলো দলটি। এশিয়ার মাটিতে আরেকটি বিশ্বকাপে চমক দেখাতে চায় দক্ষিণ কোরিয়া।

দেখে নেই দুই দলের একাদশ ও ফর্মেশন:

উরুগুয়ে: সার্জিও রোচেত, হোসে গিমিনেজ, দিয়েগো গডিন, ম্যাথিয়াস অলিভেরা, মার্টিন কাসেরেস, ম্যাথিয়াস ভেকিনো, রদ্রিগো বেনতাঙ্কুর, ফেদেরিকো ভালভের্দে, ফাকুন্দো পেলিস্ত্রি, লুইস সুয়ারেজ, দারউইন নুনিয়েজ

ফর্মেশন: ৪-৩-৩

দক্ষিণ কোরিয়া: কিম সিয়াং-গিউ, কিম জিন–সু, কিম মিন জাই, কিম মুন হোয়ান, কিম ইয়ং-গউন, জুং উ-ইয়ং, হং ইন–বিওম,সন হিউং–মিন, লি জায়ে–সাং, না সাং–হো, হাং উই–জো।

ফর্মেশন: ৪-৫-১



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭