ইনসাইড গ্রাউন্ড

পর্তুগালের সামনে সহজ প্রতিপক্ষ


প্রকাশ: 24/11/2022


Thumbnail

ঘানার বিপক্ষে রাত দশটায় মাঠে নামছে পর্তুগাল। ফিফা র‍্যাঙ্কিংয়ে  ১৫তম অবস্থায় রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। অনেকটা নিচের সারির র‍্যাঙ্কিংয়ে  ৬১তম স্থানে রয়েছে আন্দ্রে আইয়ের দেশ ঘানা।  অবস্থান   শক্তিমত্তার দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে পর্তুগাল। পর্তুগালের হয়ে শেষ হুঙ্কার দিতে নিশ্চিতভাবে মুখিয়ে থাকবে ম্যানইউ থেকে সদ্য চুক্তিবাতিল করা রোনালদো। রোনালদো মাঠে অমলিন থাকলে দায়িত্ব নিবে ব্রুনো ফার্নান্দেজ,বার্নার্দো সিল্ভাদের মত তারকারা।  ঘানা নিচু সারির দল হলেও তাদের দলে রয়েছে ইউরোপের বড় ক্লাবের অনেক তারকা খেলোয়াড়। কাতার বিশ্বকাপ হবে সি আর সেভেনের শেষ বিশ্বকাপ। তাই পর্তুগীজ শিবির চাইবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে।  অন্য দিকে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে পর্তুগালের  সাথে হেরে যাওয়ার  প্রতিশোধ নিতে চাইবে ঘানা।

দুই দলের প্রথম ম্যাচের একাদশ

ঘানাঃ আন্দ্রে আয়েউ,  আব্দুল সামেদ, থমাস,মুহাম্মদ কুদ্দুস, মুহাম্মদ সালিসু, লরেন্স আটি  জিগি ,ড্যানিয়েল আমার্টি, আলেকজান্ডার জিকু,আবদুর রহমান বাবা,সেইদু আলিদু,থমাস পার্টি,ইয়াওকি। ঘানার ফরমেশন ৪-৪-১

পর্তুগালঃ দিয়াগো কস্তা, দানিলো পেরেইরা,রুবেন দিয়াজ, রুবেন নেভেস,রাপাল গুয়েরেইর,হোয়াও,ক্যানসেলো, বার্নার্ডো সিল্ভা,ওতাবিও,ব্রুনো ফার্নান্দেজ। হোয়াও ফেলিক্স এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল  ৪-৪-২ দুই ফরমেশনে মাঠে নামবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭