ইনসাইড গ্রাউন্ড

ব্রাজিলের শেষ ১০ বিশ্বকাপের প্রথম ম্যাচ


প্রকাশ: 24/11/2022


Thumbnail

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এ ম্যাচ দিয়ে ২২তম বিশ্বকাপের যাত্রা শুরু করবে লাতিন আমেরিকার পরাশক্তিরা। চলুন দেখে নেই গত ১০টি বিশ্বকাপে সেলেসাওদের উদ্বোধনী ম্যাচের ফলাফল।

১৯৮২ বিশ্বকাপ, স্পেন 

সক্রেটিস, জিকো, সের্জিনিও, এদের, ফ্যালকাওদের নিয়ে গড়া দলটি ব্রাজিলের ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা দল ছিল। সেলেসাও ভক্তদের মনে সেই দলটি এখনো জায়গা দখল করে রেখেছে তা বলা যায় নিশ্চিতভাবেই। সে বিশ্বকাপের ফেবারিট ছিল ব্রাজিলই। সাবেক সেভিয়েত ইউনিয়নের বিপক্ষে ম্যাচ দিয়ে সেবার বিশ্বকাপ অভিযান শুরু করেছিলো ব্রাজিল। সে ম্যাচে  ২-১ গোলে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল সক্রেটিস-জিকোরা।

১৯৮৬ বিশ্বকাপ, মেক্সিকো

৮২ বিশ্বকাপের বেশিরভাগ সদস্যদের নিয়েই পরের বিশ্বকাপ খেলতে এসেছিলো ব্রাজিল। সে বিশ্বকাপে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল স্পেনের বিপক্ষে। মেক্সিকোর গুয়াদালাহারায় সক্রেটিসের একমাত্র গোলে স্প্যানিশদের বিপক্ষে জিতেছিল সেলেসাওরা।

১৯৯০ বিশ্বকাপ, ইতালি 

এই বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ছিলো সুইডেনের বিপক্ষে। ইতালির তুরিনে সে ম্যাচে ২-১ ব্যবধানে জেতে হলুদ জার্সিধারীরা। ম্যাচের ৪০ ও ৬৩ মিনিটে জোড়া গোল করেন কারেকা।

১৯৯৪ বিশ্বকাপ, যুক্তরাষ্ট্র

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এই বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ছিলো রাশিয়া। সেবারও একঝাঁক তারকা ফুটবলার নিয়ে বিশ্বকাপ মঞ্চে পা রেখেছিলো ব্রাজিল। রোমারিও, বেবেতো, ব্লাঙ্কো, দুঙ্গারা ছিলেন অপ্রতিরোধ্য। নিজেদের প্রথম ম্যাচে সেবার ব্রাজিল জিতেছিল ২-০ গোলে। টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়ে  ফাইনালে রবার্তো বাজ্জো, ফ্রাঙ্কো বারেসি, পাওলো মালদিনিদের ইতালিকে হারিয়ে চতুর্থ বিশ্বকাপ শিরোপা জিতে নেয় দলটি।

১৯৯৮ বিশ্বকাপ, ফ্রান্স

সেন্ট ডেনিসের স্তাদ দি ফ্রান্স স্টেডিয়ামে ব্রাজিলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ছিলো স্কটল্যান্ড। ২-১ গোলে সে ম্যাচ জিতলেও ঘাম ঝরেছিল আগের আসরের চ্যাম্পিয়নদের। ব্রাজিলের জয় এসেছিলো স্কটল্যান্ডের বয়ডের আত্মঘাতী গোলে। সেবারই ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ অভিষেক হয় রোনালদো নাজারিও'র।

২০০২ বিশ্বকাপ, জাপান-কোরিয়া

ফ্রান্স বিশ্বকাপের রেশ এশিয়ায় অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপেও ফিরিয়ে আনে ব্রাজিল। দক্ষিণ কোরিয়ার উলসানে তুরস্কের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পায় রোনালদো-কাফুরা। তবে সেবার নিজেদের পঞ্চম শিরোপা জিতেই দেশে ফিরেছিলো দলটি। যা এখন পর্যন্ত তাদের সবশেষ শিরোপা।

২০০৬ বিশ্বকাপ, জার্মানি

বার্লিনে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলো ব্রাজিল। প্রথমার্ধ্বে কাকার দেয়া একমাত্র গোলে জয় পেয়েছিলো দলটি।

২০১০ বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকা

উত্তর কোরিয়ার বিপক্ষে জোহানেসবার্গে প্রথম ম্যাচ খেলতে নামে ব্রাজিল। ২-১ গোলে জিতলেও, সে ম্যাচে ব্রাজিলকে ভালই ভুগিয়েছিলো এশিয়ার দল উত্তর কোরিয়া। ম্যাচটিতে গোল করেছিলেন মাইকন ও এলানো।

২০১৪ বিশ্বকাপ, ব্রাজিল

ঘরের মাঠে বিশ্বকাপ। সাও পাওলোতে ব্রাজিলের প্রথম ম্যাচ ক্রোয়েশিয়ার বিপক্ষে। তবে শুরুতেই মার্সেলোার আত্মঘাতী গোলে স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম। তবে নেইমারের জোড়া গোলে ও শেষ মুহুর্তে অস্কারের গোলে ৩-১ ব্যবধানে জেতে সেলেসাওরা।

২০১৮ বিশ্বকাপ, রাশিয়া

রোস্তভে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছিলো ব্রাজিল। দীর্ঘসময় পর প্রথম ম্যাচে তেতো স্বাদ পায় ব্রাজিল। কুতিনিয়োর গোলে এগিয়ে থাকলেও, ম্যাচটি ১-১ গোলে ড্র করেছিলো সুইসরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭