ইনসাইড গ্রাউন্ড

ব্রাজিল স্ট্রাইকারদের নিয়ে সার্বিয়ার কোচের রসিকতা


প্রকাশ: 25/11/2022


Thumbnail

ব্রাজিল দলের শক্তিমত্তা সম্পর্কে ভালই ধারণা রয়েছে সার্বিয়ান কোচ ড্রাগন স্টোকোভিচের। বিশেষ করে দলটির আক্রমণভাগ তছনছ করে দিতে পারে তার দলকে। তাই রসিকতা করে দলটির আক্রমণভাগ নিয়ে সচেতন থাকার কথা জানিয়েছেন তিনি।

সার্বিয়ার বিপক্ষে ম্যাচে ব্রাজিল আক্রমণভাগের একাধিক ফুটবলার নিয়ে মাঠে নামবে। এমনটাই দাবি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর। দুই উইংয়ে ভিনিসিউস ও রাফিনিয়ার সাথে ফ্রন্ট লাইনে থাকবেন রিচার্লিসন। আর অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তাদের নিচে খেলবেন দলের সেরা খেলোয়াড় ও অভিজ্ঞ তারকা নেইমার।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাই এ নিয়ে প্রশ্ন উঠলে স্টোকোভিচ বলেন, ব্রাজিল চার স্ট্রাইকার নিয়ে খেললে আমরা তো বিপদে পড়ে যাবো। রসিকতা করে এ মন্তব্য করার পাশাপাশি তিনি পাল্টা প্রশ্নও ছুড়ে দেন, তাদের ডিফেন্সে কেউ খেলবে কি?

পরে নিজের অবস্থান ব্যাখা করেন তিনি। বলেন, এই দলটির সম্ভাবনা প্রচুর। প্রত্যেকেই ভাল ফুটবলার। আমরা কঠিন পরীক্ষার অপেক্ষায় আছি। তবে আমরাও জয়ের জন্য খেলবো। ফলে কোন ছাড় দেয়ার সুযোগ নেই।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭