ইনসাইড গ্রাউন্ড

মাঠে নেমেছে ওয়েলস ও ইরান


প্রকাশ: 25/11/2022


Thumbnail

কাতার বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমেছে ওয়েলস ও ইরান। 'বি' গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে দোহার আল রাইয়ানের আহমেদ বিন আলী স্টেডিয়ামে। এটি দুই দলেরই দ্বিতীয় ম্যাচ।

নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের সাথে ১-১ গোলে ড্র করেছিলো ওয়েলস। দীর্ঘ ৬৪ পর বিশ্বকাপে খেলতে আসা দলটি মুখিয়ে আছে তাদের প্রথম জয়ের জন্য। আর ইংল্যান্ডের কাছে ৬-২ গোলের বড় ব্যবধানে হেরেছিলো ইরান। ওয়েলসের বিপক্ষে আগের ম্যাচের ভুল শুধরে ঘুরে দাড়ানোর প্রত্যয় এশিয়ার দলটির।

দেখে নেই দুই দলের একাদশ ও ফর্মেশন:

ওয়েলস একাদশ:

ওয়েইন হেনেসি, বেন ডেভিস, ক্রিস মেফাম, নিকো উইলিয়াম, জো রোডোন, অ্যারন রামসে, এথান আমপাডু, কনর রবার্টস, কিয়েফার মুর, গ্যারেথ বেল, হ্যারি উইলসন

ফর্মেশন:

৩-৫-২

ইরান একাদশ:

হোসেন হুসেইনি, মাজিদ হুসেইনি, রামিন রিজাইয়ান, মিলাদ মোহাম্মদি, সাইদ ইজাতোলাহি, এহসান হাজসাফি, আহমদ নুরুল্লাহ, মোর্তেজা পৌরালিগাঞ্জি, আলি গোলিজাদেহ, সরদার আজমাউন, মেহেদী তারেমি।

ফর্মেশন:

৪-৪-২



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭