ইনসাইড গ্রাউন্ড

সমতায় শেষ ওয়েলস-ইরান ম্যাচের প্রথমার্ধ্ব


প্রকাশ: 25/11/2022


Thumbnail

কাতার বিশ্বকাপের ম্যাচে লড়ছে ওয়েলস ও ইরান। 'বি' গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে দোহার আল রাইয়ানের আহমেদ বিন আলী স্টেডিয়ামে। বিশ্বকাপে এটি দুই দলেরই দ্বিতীয় ম্যাচ।

ম্যাচের শুরু থেকেই বলের দখলের জন্য লড়াই চালায় দুই দলই। এ ম্যাচে মাঠে নেমে ওয়েলসের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কৃতিত্ব গড়লেন গ্যারেথ বেল। ম্যাচের ১৭ মিনিটে ওয়েলসকে চমকে দিয়ে এগিয়ে যায় ইরান। বল জালে জড়ান আলি গোলিজাদাহ। তবে ভিএআরে দেখা যায় অফ সাইডে ছিলেন তিনি। তাই গোল বাতিলের সিদ্ধান্ত দেন রেফারি। 

ম্যাচে নিজেদের ইউরোপিয় ফুটবলের প্রদর্শন খুব একটা দেখাতে পারেনি ওয়েলস। ইরানের প্রেসিংয়ে খেই হারিয়ে ফেলছিলেন তারা। ২৯ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্বল শট নেন বেল। সরাসরি তা গ্লাভসে জমা করেন ইরানের গোলরক্ষক। ৪২ মিিনিটে উইলসন আরো একটি সুযোগ তৈরির চেষ্টা করেন। সে যাত্রায়ও গোল আদায় করতে ব্যর্থ হয় ওয়েলস। 

প্রথমার্ধ্বের অতিরিক্ত সময়ের খেলায় মেহেদী তারেমিকে ফাউল করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন জো রডন। নির্ধারিত সময়ে কেউই গোল আদায়ে ব্যর্থ হলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭