ইনসাইড গ্রাউন্ড

আর্জেন্টিনাকে সতর্ক করলো মেক্সিকো


প্রকাশ: 25/11/2022


Thumbnail

বিশ্বকাপের পরের রাউন্ডে যেতে কঠিন পথ পাড়ি দিতে হবে আর্জেন্টিনাকে। এবারের বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে কাতার বিশ্বকাপে এসেছিলো দলটি। তবে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে এখন কঠিন সমীকরণের মুখোমুখি মেসি-ডি মারিয়ারা। রাউন্ড অব সিক্সটিনের টিকিট পেতে নিজেদের বাকি দুই ম্যাচে তাই জয়ের বিকল্প নেই আলবিসিলেস্তেদের সামনে। শনিবার লুসাইল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে সে ম্যাচের আগে আর্জেন্টিনাকে সতর্ক করলো মেক্সিকো।

দুই দলই খেলবে বিশ্বকাপে তাদের দ্বিতীয় ম্যাচ। আর্জেন্টিনা হারলেও, নিজেদের প্রথম ম্যাচে পোল্যান্ডের সাথে ড্র করেছে মেক্সিকো। ফলে তাদের ঝুঁলিতে রয়েছে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ফলে আর্জেন্টিনার তুলনায় এগিয়ে থেকেই মাঠের লড়াইয়ে মুখোমুখি হবে উত্তর আমেরিকার দলটি। আর সে ম্যাচে মেসি-মার্টিনেজদের রুখে দিতে চান মেক্সিকোর গোলরক্ষক ও অধিনায়ক গুইলের্মো ওচোয়া। 

বিশ্বকাপের মঞ্চে বরাবরই দুর্দান্ত পারফরম্যান্স দেখান ওচোয়া। পোল্যান্ডের বিপক্ষে লেভানডফস্কির নেয়া পেনাল্টি ঠেকিয়ে দিয়ে সে ম্যাচের নায়ক ছিলেন তিনি। এ ম্যাচেও সে ধারবাহিকতা ধরে রাখতে চান তিনি। আর্জেন্টিনার সামর্থ্য সম্পর্কে ভালই জানা আছে তার। তাদেরকে কঠিন প্রতিপক্ষ হিসেবে নিয়েই পরীক্ষা দিতে প্রস্তুত তিনি।

ওচোয়া বললেন, ‘এটি একটি ভালো চ্যালেঞ্জ হতে চলেছে। কাজটা মোটেও সহজ হবে না। মেসি ইতিহাস ও বিশ্বের সেরাদের একজন। তবে আমরা শেষ মুহুর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাবো। সেখানে আর্জেন্টিনাকে বিন্দুমাত্র ছাড় দিতে চাই না। নিজেদের সেরা ফুটবল খেলে শেষ ষোল'র পথে এগিয়ে যাওয়াই মেক্সিকোর লক্ষ্য।

আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ‘সি’ গ্রুপের ম্যাচটি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭