ইনসাইড গ্রাউন্ড

গ্রেপ্তারের ভয়ে কাতারে জাতীয় সঙ্গীত গাইলেন ইরানের ফুটবলাররা


প্রকাশ: 25/11/2022


Thumbnail

মাহশা আমিনির হত্যা এবং দেশে হিজাববিরোধী আন্দোলনের চিত্র দেখা গেছে কাতার বিশ্বকাপেও। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীতে গলা মেলাননি ইরানের ফুটবলাররা। কিন্তু দ্বিতীয় ম্যাচে জাতীয় সঙ্গীত গাইতে দেখা গেছে তাদের।

শুক্রবার (২৫ নভেম্বর) ওয়েলসের বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে খেলতে নামে ইরান। সেই ম্যাচে নিজেদের জাতীয় সঙ্গীতের সময় ইরানের প্রত্যেক ফুটবলারকে ঠোঁট নাড়তে দেখা যায়। এর পরেই প্রশ্ন উঠেছে, সে দেশের সরকারের চাপেই কি মাথা নোয়ালেন ফুটবলাররা?

মাহশা আমিনির হত্যা এবং দেশে হিজাববিরোধী আন্দোলনের প্রতিবাদে প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীত গাননি ইরানের ফুটবলাররা। অনেকেই মনে করেছিলেন, দ্বিতীয় ম্যাচেও তাদের প্রতিবাদী মনোভাব বজায় থাকবে। কিন্তু এদিন আর পুরোনো দৃশ্য দেখা যায়নি। স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত বেজে ওঠার সময় প্রত্যেককেই ঠোঁট নাড়াতে দেখা যায়। যদিও সশব্দে নয়, মৃদু স্বরেই জাতীয় সঙ্গীত গেয়েছেন ফুটবলাররা।

প্রথম ম্যাচে ফুটবলারদের প্রতিবাদ দেখেই ইরান সরকারের পক্ষ থেকে পাল্টা হুঁশিয়ারি দেওয়া শুরু হয়। সে দেশের সরকারের একাধিক মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, পরের ম্যাচে একই কাজ করলে দেশে ফেরার পর কড়া শাস্তির মুখে পড়বেন ফুটবলাররা। এমনকি, গ্রেপ্তারও করা হতে পারে। এরইমধ্যে সরকারের বিরুদ্ধে মুখ খুলে গ্রেপ্তার হয়েছেন ইরানের সাবেক ফুটবলার।  ।

মাঠে থাকা ইরানের সমর্থকরা অবশ্য প্রতিবাদ জানানোর সুযোগ এদিনও ছাড়েননি। জাতীয় সঙ্গীত চলার সময় তীব্র ব্যাঙ্গাত্মক শিসে ভরিয়ে দেন তারা। পতাকা নাড়িয়ে এবং নারীদের স্বাধীনতার দাবিতে একাধিক পোস্টারও দেখা যায় মাঠে। অনেক নারী সমর্থকই কান্নায় ভেঙে পড়েন এদিন। 

ম্যাচে শেষ মুহূর্তে ব্যাপক নাটকীয়তা দেখা যায়। নিয়মবহির্ভূতভাবে ইরানের এক খেলোয়াড়কে আঘাত করায় ওয়েলস ফুটবল দলের গোলরক্ষক ডব্লিউ হেনেসিকে লালকার্ড হজম করতে হয়। হেনেসি ফেরার পর ১০ জনের দল নিয়ে শেষ প্রায় ১৫ মিনিট মাঠে কাটিয়েছে ওয়েলস। আর ম্যাচের অতিরিক্ত ৯ মিনিটের শেষ ৩ মিনিটে দুই গোল হজমও করেছে তারা। ফলে ইরান ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭