ইনসাইড গ্রাউন্ড

যে একাদশ নিয়ে মাঠে নামছে নেদারল্যান্ডস-ইকুয়েডর


প্রকাশ: 25/11/2022


Thumbnail

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ইকুয়েডর ও নেদারল্যান্ডস। এ গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে। নিজেদের প্রথম ম্যাচে সেনেগালকে ২-০ গোলে পরাজিত নেদারল্যান্ডস। অন্যদিকে ইকুয়েডের স্বাগতিক কাতারকে উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে হারায়। প্রথম ম্যাচের জয় নিয়েই মাঠে নামছে দুই দল।দুই দলই বেশ আত্নবিশ্বাসী। নেদারল্যান্ডঅআন্দ্রেস্ব কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ইকুয়েডর ও নেদারল্যান্ড। এ গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে।

নিজেদের প্রথম ম্যাচে সেনেগালকে ২-০ গোলে পরাজিত নেদারল্যান্ড। অন্যদিকে  ইকুয়েডের স্বাগতিক কাতারকে উদ্বোধনী  ম্যাচে ২-০ গোলে হারায়। প্রথম ম্যাচের জয় নিয়েই মাঠে নামছে দুই দল।দুই দলই বেশ আত্নবিশ্বাসী। নেদারল্যান্ডস জয়ের জন্য যাদের দিকে চেয়ে থাকবে তারা হলেন স্টিভেন বার্গউইন,মেমফিস,ডিপাইরা। গত ম্যাচে গোল পাওয়া কোডি গাকপো ও ডেভি ক্লাসেনের দিকেও চেয়ে থাকবে দল। জোড়া গোলে বিশ্বকাপ শুরু করা ভ্যালেন্সিয়া হতে পারে ইকুয়েডরের তরুপের তাস।

দেখে নেওয়া যাক দুই দলের একাদশ:

নেদারল্যান্ডস: আন্দ্রেস নোপার্ট( গোল রক্ষক), ভ্যান ডাইক, আকে,ব্লিন্ড, ডি ইউং,  বারগুইস,ডাম্ফ্রিস, গাকফো, বার্গউইন,ক্লাসেন, টিম্বার, তুয়েন কফমেনিরাস।

ফর্মেশন: ৫-৩-২

ইকুয়েডর: ভ্যালেন্সিয়া, এস্ত্রাডো,প্ল্যাতা, পারবিস, সাইসিদো, মেন্দেজ, প্রিসিয়াডো, হিনকেইফ, তোরেস, জ্যাকসন, গ্ল্যালিন্দেজ, ( গোল রক্ষক)

ফর্মেশন: ৩-৪-২-১


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭