ইনসাইড গ্রাউন্ড

প্রথমার্ধ্বে এগিয়ে নেদারল্যান্ডস


প্রকাশ: 25/11/2022


Thumbnail

ম্যাচের ৬ মিনিটের শুরুতেই গোকপে  অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। সতীর্থ ক্লাসেনের কাছ থেকে পাস নিয়ে দুর্দান্ত এক শটে  গোলটি করেন দলের অন্যতম তারকা গোকপে। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে দুই দলকে দেখা গেলেও ম্যাচ নিয়ন্ত্রনে নেন ডাচ শিবির। ম্যাচের শুরুতে  গোল খেলেও প্রথমার্ধ্বে আর কোন ভুল করেনি ইকুয়েডর। ইকুইয়েডর একটি গোল পেলেও সেটি অফসাইডে বাতিল হয়ে যায়। ভ্যালেন্সিয়ারা ভালো ভাবেই ম্যাচের প্রতিরোধ গড়ে তোলেন। বিরতিতে যাওয়ার আগে দুই দল শট অন টার্গেট নেন একটি করে,বল দখলেও দুইদল ছিলে সমানে সমান। তবে ব্যাতিক্রম ছিলো অতিরিক্ত ফাউল, দুই দল মোট ১৫ টি ফাউল করেন। ডাচদের ৬ ফাউলের বিপরীতে তিনটি কম করে ইকুয়েডর। ইকুয়েডের আক্রমন ভাগের খেলোয়াড়রা গোলের জন্য মরিয়া হয়ে তিনবার ক্রস করেন নেদারল্যান্ডসের রক্ষনভাগকে ফলে তিনটি অফসাইড খেতে হয় ইকুয়েডরকে।  ম্যাচের নির্ধারিত ৪৫ মিনিটে ইকুইয়েডর ৩ টি কর্ণার পেলেও কাজে লাগাতে পারেন নি একটি ।তাই গোল শূন্য থেকে বিরতিতে যেতে হয় তোরেস প্ল্যাতোদের।

প্রথমার্ধ্ব শেষে ১--০ গোলে এগিয়ে  ডাচরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭