ইনসাইড গ্রাউন্ড

সমতায় শেষ ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রের প্রথমার্ধ্ব


প্রকাশ: 26/11/2022


Thumbnail

আগের ম্যাচে বড় জয় পাওয়ায় জিতলেই এক পা দিয়ে রাখবে রাউন্ড অব সিক্সটিনে। এমন সমীকরণ সামনে রেখে যুক্তরাস্ট্রের বিপক্ষে মাঠে নামে ইংল্যান্ড। সে লক্ষ্যে শুরু থেকেই বলের দখল নিয়ে যুক্তরাষ্ট্রের উপর চাপ তৈরির চেষ্টা করে ইংলিশরা। তবে কম যায়নি যুক্তরাষ্ট্রও। আগামী বিশ্বকাপে স্বাগতিক দল যুক্তরাষ্ট্র। তার আগে নিজেদর সামর্থ্যের প্রমাণ দিতে চায় উত্তর আমেরিকার দলটি। ম্যাচে তাই ইংলিশদের সাথে সমানতালে টেক্কা দিতে থাকে পুলিসিচ-উইয়াহরা।

ম্যাচের ১১ মিনিটে জন স্টোন ও ম্যাসন মাউন্ট জোড়া আক্রমণ চালালেও লাভ হয়নি। উল্টো ১৭ মিনিটে এগিয়ে যেতে পারতো যুক্তরাষ্ট্র। তবে রাইটের নেয়া শটটি বার ঘেষে বেরিয়ে যায়। ২৬ মিনিটে ওয়েস্ট ম্যাককিনিরশট পোষ্টের উপর দিয়ে চলে গেলে গোল আদায়ে ব্যর্থ হয় মার্কিনিরা। ৩৩ মিনিটে পুলিসিচে শট উপরের পোষ্টে লেগে ফিরে আসলে হতাশা বাড়ে যুক্তরাষ্ট্রের। ৪১ মিনিটে ডেস্টের নেয়া শট প্রতিহত হলে সে আক্রমণ থেকেও গোলের দেখা পায়নি যুক্তরাষ্ট্র।

৪৩ মিনিটে ডেস্টের ক্রস থেকে হেড করেন পুলিসিচ। সেটিও বার ঘেষে বাইরে চলে যায়। প্রথমার্ধ্বের পুরোটা সময় যুক্তরাষ্ট্রের সামনে খোলস ছেড়ে বের হতে পারেন নি ইংলিশ ফুটবলাররা। তবে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে অন টার্গেট নিজেদের প্রথম শট নিতে পারে ইংল্যান্ড। তবে দৃঢ়তার সাথে মাউন্টের সে আক্রমণ নষ্ট করে দেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টার্নার।

বাকি সময়ে আর কোন গোল না হলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭