ইনসাইড গ্রাউন্ড

তিউনিসিয়া-অস্ট্রেলিয়ার বাঁচা মরার লড়াই


প্রকাশ: 26/11/2022


Thumbnail

কাতার বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছে তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া। ‘ডি’ গ্রপে এটি দুই দলেরই দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ডেনমার্কের সাথে গোল শূন্য ড্র করেছিলো তিউনিসিয়া। দারুণ ফুটবল খেলে সে ম্যাচে ইউরোপের দলটিকে রুখে দেয়ায় আত্নবিশ্বাস বেড়েছে ফুটবলারদের। এ ম্যাচেও সে ধারাবাহিকতা ধরে রাখতে চায় আফ্রিকার দলটি।

অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছিলো অস্ট্রেলিয়া। ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও, ফরাসিদের দাপটের কাছে অসহায় আত্নসমর্পণ করতে হয় সকারুদের। বিশ্বকাপের পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় ভিন্ন কোন পথ খোলা নেই এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপ খেলা দলটির সামনে।

আল ওয়াকরার, আল জানোব স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। ১ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে তিউনিসিয়া। আর কোন পয়েন্ট না থাকায় টেবিলের তলানিতে অস্ট্রেলিয়া।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭