ইনসাইড গ্রাউন্ড

এগিয়ে থেকে বিরতিতে গেলো অস্ট্রেলিয়া


প্রকাশ: 26/11/2022


Thumbnail

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া। কঠিন সমীকরণ সামনে রেখে দোহার আল জানোব স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। আগের ম্যাচে ডেনমার্কের সাথে ড্র করায় সকারুদের চেয়ে খানিকটা এগিয়ে থেকে মাঠের লড়াইয়ে অবতীর্ণ হয় তিউনিসিয়া। আর প্রথম ম্যাচে হারার ফলে, বিশ্বকাপে টিকে থাকতে এটি অস্ট্রেলিয়ার জন্য ‘ডু অর ডাই’ ম্যাচে পরণিত হয়।

ম্যাচের শুরু থেকেই বল নিজেদের মধ্যে রেখে গোছানো আক্রমণ চালানোর চেষ্টা করে দুই দল। খেলতে থাকে সমানে সমানে। ম্যাচের ২১ মিনিটে দ্রাজার তিউনিসিয়ার হয়ে প্রথম আক্রমণ করে।

তবে ম্যাচে প্রথম গোলের দেখা পায় অস্ট্রেলিয়া। ম্যাচের ২৩ মিনিটে বামপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে সকারুরা। ক্যারিগ গুডউইনের পাস প্রতপিক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে ডি-বক্সে চলে আসে। দারুণ এক ব্যাক হেডে সেখান থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিচেল ডিউক।

২৬ মিনিটে লাইদোউনি ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন। ৩৪ মিনিটে ব্যবধান বাড়ানোর চেষ্টা করেন আরভিন। তবে সফল হননি। ৩৮ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন তিউনিসিয়ার ইউসেফ মাকনি। ৪৪ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও গোল করতে পারেনি ডিউক। তবে তিউনিসিয়া সমতায় ফেরার সবচেয়ে সহজ সুযোগ হারায় প্রথমার্ধ্বরে যোগ করা সময়ে। ডি-বক্সে সুবিধাজনক জায়গায় বল পেয়েও জালে জড়াতে ব্যর্থ হন মাকনি।

ফলে পিছিয়ে থেকেই যেতে হয় বিরতিতে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭