ইনসাইড বাংলাদেশ

পাচারের সময় ৪৮ টি সুন্ধি কচ্ছপ উদ্ধার


প্রকাশ: 26/11/2022


Thumbnail

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পাচারের সময় ৪৮টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে খালে  অবমুক্ত করেছেন এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

২৬ নভেম্বর  শনিবার  সকালে পটুয়াখালীর  চৌরাস্তায়  একটি বাস থেকে বস্তাবন্দি অবস্থায়  এসব কচ্ছপ উদ্ধার করা হয়। 

 দুপুরে পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া খালে  কচ্ছপ গুলোকে অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম সহ এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান বলেন , একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছি এবং একটি বস্তায় ৪৮ টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করা হয়। তবে এসময় কচ্ছপ বহনকারী কাউকেই শনাক্ত করা যায়নি  জানিয়েছেন বনবিভাগ। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭