ইনসাইড বাংলাদেশ

ছিনতাই হওয়া দুই জঙ্গির ব্যাপারে অন্ধকারে পুলিশ


প্রকাশ: 27/11/2022


Thumbnail

আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া ঘটনার এক সপ্তাহ অতিক্রম হলেও দুই জঙ্গির ব্যাপারে এখনো সুনিদিষ্টি কোনো তথ্য নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। জঙ্গিদের অবস্থান কোথায় সে ব্যাপারে অন্ধাকারে রয়েছে মামলার তদন্তের দায়িত্বে থাকা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সংশিষ্ট সূত্রগুলো বলছে, জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সরাসরি অংশ নেওয়া নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সদস্য মেহেদী হাসান ওরফে রাফি ওরফে অমিকে রিমান্ডে এনেও দুই জঙ্গির অবস্থানের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। 

আনসার আল ইসলাম ‘কাট আউট’ (একই কাজে যুক্ত এক দলের তথ্য অন্য দল জানে না) পদ্ধতিতে কাজ করার কারণে মেহেদীকে জিজ্ঞাসাবাদ করেও কোনো তথ্য জানা সম্ভব হয়নি। জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় অংশ নেওয়া আরও সাতজনকে চিহ্নিত করা গেলেও তাঁদের অবস্থানের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকে পুলিশকে মারধর ও চোখে পিপার স্প্রে করে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে ছিনিয়ে নিয়ে যান জঙ্গিরা। তাঁরা হলেন মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব। ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এ ছাড়া আরও কয়েকটি হত্যা মামলারও আসামি তাঁরা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭