ইনসাইড পলিটিক্স

আজ ঢাকায় আসছেন রওশন এরশাদ


প্রকাশ: 27/11/2022


Thumbnail

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দীর্ঘদিন চিকিৎসা শেষে আজ রোববার (২৭ নভেম্বর) দেশে আসছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। দুপুর সোয়া ১২টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

জানা গেছে, ঢাকায় ফিরেই ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন। সেখানে তিনি রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান ও লাঙ্গল প্রতীকের প্রার্থী ঘোষণা করবেন।

দলটির প্রেস উইং থেকে শুক্রবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারও দেশে ফিরে রওশন এরশাদ রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে উঠবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রওশন এরশাদ বিমানবন্দরে বিশ্ব পরিস্থিতি, দেশের রাজনীতি, জাতীয় পার্টির অভ্যন্তরীণ অস্থিরতা ও তৃণমূল নেতা-কর্মীদের কাছে পৌঁছানো বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে কথা বলবেন। এ ছাড়া অসাধু ব্যবসায়ী চক্রের দুর্নীতি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি করে জনগণের হাজার হাজার কোটি টাকা লোপাট এবং সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র নিয়েও নিজের অবস্থান তুলে ধরবেন তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭