ইনসাইড বাংলাদেশ

ফেনী জেল রোডটি যেন এক খন্ড স্টেডিয়াম


প্রকাশ: 27/11/2022


Thumbnail

ফুটবল বিশ্বকাপ শুরু হয় প্রতি চার বছর পর পর।  একটা বিশ্বকাপ দেখার অপেক্ষা চার বছরের। সারা বিশ্বের কোটি কোটি সমর্থকেরা আনন্দ জমিয়ে রাখেন বিশ্বকাপের জন্য। বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে পড়ে রাজধানী দেশের অনান্য জেলা গুলোতেও। আনন্দে মেতে উঠে গ্রাম পাড়া মহল্লায়। এবার সে রকমি এক ভিন্নচিত্র দেখা গেলো ফেনী জেলায়। ফেনী জেলা শহরের জেল রোডটি প্রায় সরগরম থাকে অনান্য এলাকা থাকে নির্জনতা। অন্য প্রান্ত সুনশান নিরব হলেও ফেনী জেল রোডটি সরগরম। গভীর রাতেও লোকে লোকারণ্য। বোঝার উপায় নেই এখন মাঝরাত। হৈহুল্লোড় আর উন্মাদনায় মেতেছে ফুটবলপ্রেমীরা। প্রিয় দল আর্জেন্টিনা মেক্সিকোর খেলা দেখতে প্রায় ২০ হাজার মানুষ জড়ো হয়েছে এখানে। দিনের বেলায় যানবাহন চলাচলের সড়কটি রাতে যেন স্টেডিয়ামের গ্যালারিতে পরিণত হয়েছে। মানুষের উপস্থিতি আর উত্তেজনা দেখে যে কেউ ভাববে এটি স্টেডিয়ামের অংশ। 

ফেনী পুরাতন কারাগারের সামনে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী স্থাপন করেন ২৫ ফুটের বিশাল এলইডি। বিশাল পর্দার সামনে থেকে শুরু করে ফেনী পৌরসভার সামনে, পেট্রোল পাম্পের সামনে, ফাইভ স্টার হোটেলের সামনে, স্মৃতিস্তম্ভের প্রাঙ্গণ ছাড়িয়ে ট্রাংক রোড দোয়েল চত্বরমুখী সড়কেও লোকারণ্য।  

জার্সি পরা আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনায় পুরো শহর যেন জেগে উঠেছে। একটু পর পরই চিৎকার করে উঠছেন দর্শকরা। রাতটা যেন উৎসবের রাতে পরিণত হয়েছে। ২৫ ফুটের বিশাল এলইডি স্ক্রিনে খেলা দেখছে হাজার হাজার মানুষ। কাতার বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচে আর্জেন্টিনা-মেক্সিকোর খেলা উপভোগ করতে দুই ঘণ্টার জন্য এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।

আর্জেন্টিনা সমর্থকরা সারাক্ষণ জয়ধ্বনি দিচ্ছেন মেসির নামে নামে। আবার ব্রাজিল সমর্থকরাও মেক্সিকোর পক্ষ নিয়েছেন। দুপক্ষের সমর্থকদের মধ্যে চলছে তর্ক-বিতর্ক আলোচনা।  

মুরাদ চৌধুরী নামে আর্জেন্টিনার আরেক সমর্থক জানান  আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন অঘটনের মাধ্যমে শুরু হলেও মেক্সিকোর সঙ্গে জয় পেয়ে তারা খুবই আনন্দিত। খেলা শুরু পূর্বে তিনি বলেন আর্জেন্টিনা জিতবে। মেক্সিকোর বিপক্ষে সর্বশেষ আর্জেন্টিনা হেরেছে ২০০৪ সালে। এরপর অপরাজিত রয়েছে এখন পর্যন্ত। পরিসংখ্যান আমাদের পক্ষে কথা বলছে। সবকিছু মিলিয়ে লিওনেল মেসির শেষ বিশ্বকাপে জয়টা অবশ্যই প্রত্যাশিত। দল হয়ে খেলতে পারলে আগামী ম্যাচ জিতেই দ্বিতীয় রাউন্ডে যাবে আর্জেন্টিনা।  

সৈয়দ আশরাফুল হক আরমান নামের আরেক আর্জেন্টিনা ভক্ত বলেন, ফুটবলের যাদুকর মেসিকে মনে রাখবে বিশ্ব- যদি বিশ্বকাপ জিততে পারে! পৃথিবী মেসিকে মনে রাখবে যদি- আজও বিদায় হয়ে যায়! হয়তো মনে রাখার স্মৃতির শিরোনাম এভাবে হতে পারে- একজন বিশ্বসেরা খেলোয়াড়ের অপ্রাপ্তিই যেন মাইলফলক জয় পরাজয় একটাতো হবেই। কিন্তু এসব না ভেবে দৃঢ় বিশ্বাস আজ সেরা জয় দিয়েই এগিয়ে যাবে আর্জেন্টিনা।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭