ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপে প্রথমবারের মত মুখোমুখী ঘানা-দক্ষিণ কোরিয়া


প্রকাশ: 27/11/2022


Thumbnail

এশিয়ার দেশ গুলোরফ মধ্যে সবচেয়ে সফল দল বলা যায় দক্ষিণ কোরিয়াকে। কাতার বিশ্বকাপ নিয়ে বিশ্ব আসরে দক্ষিণ কোরিয়া খেলছে ১১বার। গ্রুপ পর্বে উরুগুয়ের সঙ্গে ড্র করে দলটি। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে জিততে হবে আফ্রিকার দেশ ঘানার বিপক্ষে। ঘানার বিশ্বকাপ শুরু মোটেও ভালো হয়নি। প্রথম ম্যাচেই ৩-২ গোলে হেরে যায় পর্তুগালের বিপক্ষে।আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ৭টায় মুখোমুখি হবে ঘানা-দক্ষিণ কোরিয়া।

দুই দলের লড়াইয়ের আগে আরও কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো। ২০০২ বিশ্বকাপে সহ-আয়োজক দক্ষিণ কোরিয়ার খেলেছিল সেমি-ফাইনালে। বিশ্ব সেরার মঞ্চে যেটি এশিয়ার কোনো দলের সেরা সাফল্য। বিশ্বকাপে আফ্রিকার তিনটি দলের কীর্তি রয়েছে কোয়ার্টার-ফাইনাল খেলার।  সে কীর্তির ভাগ রয়েছে ঘানার ও। 

 বিশ্বকাপে এখন পর্যন্ত তিনবার আফ্রিকান দলের মুখোমুখি হয়েছে দক্ষিণ কোরিয়া। ২০০৬ সালে টোগোকে হারানোর পর ২০১০ আসরে ড্র করে নাইজেরিয়ার সঙ্গে, আর ২০১৪ বিশ্বকাপে হেরে যায় আলজেরিয়ার কাছে। বিশ্ব সেরার মঞ্চে একবারই এশিয়ান অঞ্চলের দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে ঘানার৷ ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ম্যাচটি ড্র হয় - গোলে। 

 ঘানা প্রথমবার বিশ্বকাপে খেলে ২০০৬ আসরে। এবারসহ চতুর্থবার খেলছে তারা। বিশ্বকাপে প্রথম খেলার আগে দলটি চারটি আফ্রিকান নেশন্স কাপ জিতেছিল। 

দুই দল একে অন্যের বিপক্ষে খেলেছে সাত বার, সবগুলোই প্রীতি ম্যাচ। চারটি ম্যাচ জিতেছে ঘানা, তিনটি দক্ষিণ কোরিয়া।  দুই দলের প্রথম সাক্ষাৎ ১৯৮২ সালে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে। সবশেষ লড়াই হয়েছিল যুক্তরাষ্ট্রে, ২০১৪ সালে। ওই ম্যাচে - গোলে জিতেছিল ঘানা।

ঘানা চাইবে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকতে অন্যদিকে দক্ষিণ কোরিয়া সামনে সুযোগ রয়েছে ঘানাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠার সুযোগ তৈরি করার।  

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭