ইনসাইড গ্রাউন্ড

সমর্থকদের নিয়ে উচ্ছ্বসিত ডি মারিয়া


প্রকাশ: 27/11/2022


Thumbnail

আর্জেন্টিনার বিশ্বকাপটা শুরু হয়েছিল পেছনের পায়ে। প্রথম ম্যাচে হেরে অনেকটাই খাদের কিনারায় চলে যায়। মেক্সিকোর বিপক্ষে জয়ে অবশ্য এখন বদলেছে চিত্র। হারের ক্ষত শুকিয়ে বিশ্বকাপ স্বপ্নের পাল যেন নতুন করে হাওয়া পেলো। দলের এমন জয়ে উল্লাস তো করেছেনই, দল এবং সমর্থকদের জন্য আবেগ লুকিয়ে রাখেন নি আর্জেন্টিনার জয়ের অন্যতম কারিগর আনহেল ডি মারিয়া।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে নির্বিষ ফুটবলে আর্জেন্টিনার আকাশ যখন কালো মেঘে আচ্ছাদিত, তখন সে মেঘকে বৃষ্টিতে পরিণত করেন লিওনেল মেসি। আর মেসির সেই গোলের বলটা এসেছিলো ডি মারিয়ার পা থেকে।

সে বৃষ্টির ছোঁয়া পান লুসাইল স্টেডিয়ামের প্রায় ৯০ হাজার দর্শক। যাদের অনেকে আনন্দে-অনেকে বেদনাহত হৃদয়ে। টেলিভিশন বা স্ট্রিমিং সাইটগুলোতে চোখ স্থির হয়ে যাওয়া বিশ্বজুড়ে অগণিত কোটি কোটি সমর্থক তো আছেনই। নিজেদের এমন জয়ে আত্নহারা হয়ে যাওয়া এসব সমর্থকদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়া। 

ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডি মারিয়া বলেন, সৌদি আরবের বিপক্ষে হার সবকিছু বদলে দিয়েছিল। চাপ ছিল, তবে আমরা আত্নবিশ্বাস হারায় নি। এ ম্যাচ জিততে পেরে আমি আনন্দিত। সেই সাথে আনন্দিত আমাদের ভক্ত-সমর্থকদের জন্য। আগের ম্যাচে আমরা তাদের আশাহত করেছি, তবে আজ দারুণ এক প্রতিপক্ষের বিপক্ষে জয়ে আমরা তাদের খুশির উপলক্ষ্য এনে দিতে পেরেছি। আমরা জানতাম, এ ম্যাচে খুব বেশি গোলে আমরা জিততে পারবো না। ডি মারিয়ার কথার পুনরাবৃত্তি এসেছে আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনির কণ্ঠেও।

তবে নিজেদেরকে আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে বলে জানান মারিয়া। নিজের ও দীর্ঘদিনের সতীর্থ মেসির শেষ বিশ্বকাপ এটি। তাই শিরোপা জিতে সে যাত্রার অবসান হলে, তার থেকে সুখের কি হতে পারে!



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭