ইনসাইড গ্রাউন্ড

শেষ ষোল নিশ্চিত করতে কোস্টা রিকার মুখোমুখি জাপান


প্রকাশ: 27/11/2022


Thumbnail

বিশ্বকাপের 'ই' গ্রুপের ম্যাচে মাঠে নেমেছে জাপান ও কোস্টা রিকা। আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে দুই দলেরই দ্বিতীয় ম্যাচ এটি। নিজেদের প্রথম ম্যাচে জার্মানির সাথে ২-১ গোলে জিতে গ্রুপে সবচেয়ে সুবিধাজনক স্থানে রয়েছে জাপান। এই ম্যাচ জিতলে শেষ ষোলো'র পথে এনেকটাই এগিয়ে যেতে চায় এশিয়ার দলটি। এর আগের বিশ্বকাপেও সেনেগাল-পোল্যান্ডের মত দলকে পেছনে ফেলে দ্বিতীয় রাউন্ডে খেলেছিলো জাপান। এবারো সে ধারাবিহকতা ধরে রাখতে চান সামুরাই ব্লু'রা।

আর স্পেনের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছিলো কোস্টা রিকা। কেইলর নাভাসের মতো ইউরোপ মাতানো গোলরক্ষক প্রথম ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন নি। জাপানের বিপক্ষে ম্যাচে ঘুরে দাড়াতে চাইলে নাভাসের নিজেকে ফিরে পাওয়ার চ্যালেঞ্জ রয়েছে দলটির সামনে। তবে মাঠে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করে চমক দেখাতে চায়।

চলুন দেখে দেই দুই দলের একাদশ ও ফর্মেশন:

জাপান একাদশ:

সুইচি গন্ধা, মায়া ইয়োশিদা, মিকি ইয়ামানে, ইয়োতো নাগামোতো, ওয়াতারু এন্ডো, কউ ইতাকুরা, রিতসু দোয়ান, হিদেমাসা মোরিতা, দাইচি কামাদা, ইয়োকি সোমা, আয়াশি উয়েদা।

ফর্মেশন: ৪-২-৩-১

কোস্টা রিকা একাদশ:

কেইলর নাভাস, অস্কার দুয়ার্তে, ব্রায়ান ওভেইদো, ফ্রান্সিসকো কালভো, কেনডাল ওয়াসটন, কেইশর ফুলার, সেলসো বোর্গেজ, গারসন তোরেস, ইয়েল্টসিন তিজিদা, অ্যান্থনি কনতেরাস, জোয়েল ক্যাম্পবেল।

ফর্মেশন: ৪-৪-২



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭