ক্লাব ইনসাইড

ইবিতে গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন বিষয়ে কর্মশালা


প্রকাশ: 27/11/2022


Thumbnail

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন' শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় রোভার স্কাউট গ্রুপের সদস্যদের অংশগ্রহণে টিএসসিসি'র ১১৬ নম্বর কক্ষে অনুষ্ঠিত এ ওয়ার্কশপের উদ্বোধন করেন দায়িত্বপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান। 

উদ্বোধনকালে প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, সুনাগরিক হতে হলে সত্যিকারের মানুষ হতে হবে। স্কাউটস সদস্যদের প্রথম কাজ নাগরিকদের সেবা দান করা। নাগরিক সেবা দেয়ার জন্য স্কাউট সদস্যদের সব সময় প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, আমাদেরকে প্রতিনিয়ত একই ভুল করা চলবে না। ভুলগুলো শুধরে নিয়ে নিজেদেরকে সংশোধন করতে হবে এবং প্রত্যেককে নিজ নিজ-নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, সচেতনতা, সুশৃংখলতা ও মানবিকতার আদর্শ ধারণ করে স্কাউট সদস্যদের সুনাগরিক হিসেবে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে।

রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে রেজিস্টার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়াও বিএনসিসি'র প্রধান সমন্বয়কারী কর্মকর্তা প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন বক্তব্য দেন। সঞ্চালনায় ছিলেন এস. এ. এইচ. ওয়ালিউল্লাহ। 

খুলনা বিভাগীয় রোভার সমন্বয়ক সাব্বির হোসেন জয় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭