ইনসাইড গ্রাউন্ড

প্রথম ম্যাচে ড্র করা ক্রোয়েটরা এবার দিলেন এক হালি


প্রকাশ: 27/11/2022


Thumbnail

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যেতে হলে কানাডার বিপক্ষে ম্যাচ জয়ের কোন বিকল্প নেই ক্রোশিয়ার সামনে। এমন সমীকরণ সামনে রেখে খলিফা ইন্টার ন্যাশনাল স্টেডিয়ামে রাত দশটায় কানাডার বিপক্ষে খেলতে নামে ক্রামারিচ লিভায়াররা। কিন্তু ম্যাচের শুরুতেই ক্রোশিয়ার জালে বল পাঠান কানাডার আলফনসো ডেভিড। গোলটি করতে সময়নেন মাত্র ১ মিনিট ৭ সেকেন্ড।  গোল খাওয়া্য  যেনো আগ্রাসী ফুটবল খেলতে শুরু করে ক্রোশিয়ার মিডফিল্ডাররা।  এর ফল পেতে দেরি হলো না ক্রোশিয়ার। ক্রোশিয়ার পক্ষে লিভায়ার  ২৬ মিনিটের গোলটি অফসাইডে বাতিল হলেও ৩৫ মিনিটে তিনি আবার ও গোল করার সুযোগ পান। কিন্তু কানাডার গোলরক্ষক বোরযান লিভায়ার করা দুর্দান্ত শটটি রুখে দেন। এর ঠিক এক মিনিট পরেই সতীর্থ পেরেসিচের দারুণ ক্রসে কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম গোলের দেখা পান ক্রামারিচ। এর সঙ্গে দলকে পেরান সমতায়।  এ নিয়ে টানা তৃতীয় বিশ্বকাপে ক্রোশিয়ার হয়ে গোল করার রেকর্ড গড়েন ক্রামারিচ। বিরতিতে যাওয়ার ঠিক এক মিনিটে  লিভায়ার ডান পায়ের দুর্দান্ত  শটে ২-১ এ লিড নেয় দলটি।

বিরতি থেকে ফিরে এসে আর ও শক্তিশালী রুপ নেয় ক্রোশিয়া ম্যাচের একক আধিপত্য বিস্তার শুরু করে লুকা মদ্রিচরা।কানাডাকে তখন ছন্নছাড়া দেখাচ্ছিলো। একের পর এক আক্রমণে কোনঠাসা করে দেয় কানাডার রক্ষনভাগ।  ক্রোশিয়ার হয়ে টানা তিন বিশ্বকাপে গোল করা ক্রামারিচ আজকের নিজের দ্বিতীয় গোলটি করেন ৭০ মিনিটে।  কানাডার আক্রমণ ভাগের খেলোয়াড়দের অসহায়ত্ত্ব যেনো প্রকট হতে শুরু করে। এ সুযোগ আবার ও কাজে লাগান ক্রোশিয়ার বদলি খেলোয়াড়  মাজির ম্যাচের চতুর্থ আর শেষ গোলটি করেন এ বদলি খেলোয়াড়। দুই পাস একোরিসি সমান হলেও শট অন টার্গেট ম্যাচের বাবধান গড়ে তোলে। ক্রোশিয়া যেখানে শট অন টার্গেট নিয়েছে ১০ টি কানাডা সেখানে নিয়েছে মাত্র ২ টি।  দুই দল সমান সংখ্যক হলুদ কার্ড ২ টি করে খেলেও ক্রোশিয়া ফাউল করেছে ১৩টি। যেখানে কানাডার ফাউল মাত্র ৫টি।

৪-১ ব্যবধানের বিশাল জয়ে গ্রুপের শীর্ষে উঠে এলো ক্রোশিয়া।  


   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭