ইনসাইড গ্রাউন্ড

প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামবে ঘানা-দ. কোরিয়া


প্রকাশ: 28/11/2022


Thumbnail

কাতার বিশ্বকাপে গ্রুপ ‘এইচ’ এ আজেকের ম্যাচে মুখোমুখি হতে চলেছে দক্ষিণ কোরিয়া ও ঘানা। এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সন্ধ্যা সাতটায়। এখন পর্যন্ত জয়ের খাতা খুলতে পারেনি দক্ষিণ কোরিয়া বা ঘানা কোন দলই। বিশ্বকাপের প্রথম ম্যাচে উরুগুয়ের মতো শক্তিশালী দলকে আটকে দিয়েছে দক্ষিণ কোরিয়া। তারকা সমৃদ্ধ উরুগুয়ের বিরুদ্ধে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া সন হিউং মিনদের আত্মবিশ্বাস বাড়াবে। অন্য দিকে, পর্তুগালের কাছে ৩-২ তে হেরে মাঠ ছাড়লেও বেশ লড়াকু মানসিকতার পরিচয় দেয় ঘানা।

বিশ্বকাপ ইতিহাসে দক্ষিণ কোরিয়া-ঘানা এটিই প্রথম ম্যাচ। এর আগে সাতবার ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়ে চার জয়ে এগিয়ে ঘানা, তিন জয় কোরিয়ার। ফিফা র‌্যাঙ্কিংয়ের ২৮ নম্বর দল দক্ষিণ কোরিয়ার এটি ১১তম বিশ্বকাপ। ৬১তম দল ঘানা খেলছে চতুর্থবারের মতো।

কেমন হতে চলেছে তাদের লড়াই? নকআউটের দৌড়ে টিকে থাকতে দু-পক্ষের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ এই ম্যাচ। ক্যাননা আজকেই ঠিক হয়য়ে যাবে তাঁদের বিশ্বকাপের আগামী ভবিষ্যৎ। প্রথম ম্যাচ উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র হওয়ায় দক্ষিণ কোরিয়ার হাতে রয়েছে ১ পয়েন্ট। পরবর্তী ম্যাচে ঘানাকে হারাতে পারলে তাঁরা আরও ৩ পয়েন্ট পাবে। তাহলে হিসেব দাঁড়াবে ৪ পয়েন্ট। তাহলে দক্ষিণ কোরিয়ার নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা একটু হলেও বাড়বে। গ্রুপের অন্যতম ফেভারিট দল উরুগুয়ে। লুইস সুয়ায়েজ, এডিসন কাভানির মতো তারকাদের বিরুদ্ধে ড্র থেকেও অনেক আত্মবিশ্বাস কুড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে দক্ষিণ কোরিয়ার জন্য। দক্ষিণ কোরিয়ার সামনে এখন সুযোগ ঘানার বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে ২০১০ সালের পর প্রথমবারের মতো নক আউট পর্বের পথে এক পা দিয়ে রাখার।

দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন হিউং মিনের চোট ঘিরে চিন্তা বেড়েছিল তাদের শিবিরে। বিশ্বকাপের আগে ক্লাব ফুটবলে খেলার সময় বাঁ চোখে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। তাঁর চোটকে ঘিরে চাপ বেড়েছিল এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়ার। মাস্ক পরেই অনুশীলন করছিলেন। প্রথম ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে খেলেছেন। ঘানার বিরুদ্ধে তাঁর উপরি বিশেষ নজর থাকবে। তবে ওই ম্যাচে বদলী বেঞ্চে থাকা দলের আরেক অ্যাটাকার হুয়াং হি চান হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে এখনো সুস্থ হতে পারেননি। দ্বিতীয় ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। এই মুহূর্তে বেনটোর দলে আর কোন ইনজুরি শঙ্কা নেই। এশিয়ান টাইগার দক্ষিণ কোরিয়া তাদের শেষ দশ ম্যাচের একটিতে মাত্র হেরেছে, শেষ চার ম্যাচের তিনটিতে একটি গোলও হজম করেনি। এর পেছনে রক্ষণভাগের কান্ডারি কিম মিন জাইয়ের প্রশংসা করতেই হবে। 

অন্যদিকে আফ্রিকান প্রতিনিধি ঘানা আছে কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের খোঁজে। দক্ষিণ কোরিয়ার কাছে হারলে নকআউটের দৌড় থেকে পুরোপুরি ছিটকে যাবে ঘানা। ঘানার কোচ ওটো আডো পর্তুগালের বিপক্ষে স্বাভাবিক ভাবেই রক্ষণভাগ নির্ভর লাইন-আপে আস্থা রেখেছিলেন। তবে কোরিয়ার বিপক্ষে জিততে হলে ঘানাকে অবশ্যই চারজনের রক্ষনভাগের ফর্মেশন থেকে বেরিয়ে আসতে হবে। মোহাম্মদ সালিসুর মূল দলে ফেরার সম্ভাবনা রয়েছে। আক্রণাাত্মক পরিকল্পনায় বুকারিকে মধ্যমাঠ থেকে উপরে উঠিয়ে আনা হতে পারে। রাইট ব্যাক আলিডু সেইডুর সঙ্গে গত শুক্রবার আলাদা অনুশীলন করেছেন আন্দ্রে আইয়ু। যদিও এখনো নিশ্চিত নয় যে, এ দুজনকে আজকের ম্যাচে এক সঙ্গে মাঠে দেখা যাবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭