ইনসাইড গ্রাউন্ড

কে হতে পারে নেইমারের বিকল্প?


প্রকাশ: 28/11/2022


Thumbnail

সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গোড়ালির ইনজুরির জন্য মাঠে ছাড়েন নেইমার। ম্যাচ শেষে চিকিৎসকরা জানান বিশ্রামের প্রয়োজন আছে নেইমারের। ব্রাজিলের তারকা খেলোয়াড়ের বিশ্রাম নিতে হবে অনন্ত গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ। খেলতে পারবেন না সুইজারল্যান্ড ক্যামেরুনের বিপক্ষে। ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দলের অন্যতম নির্ভরযোগ্য  তারকা খেলোয়াড় নেইমার তার পরিবর্তে কাকে মাঠে নামাবেন নিয়ে বেশ দুশ্চিন্তায় কোচ তিতের।

ব্রাজিল দলে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসনদের মতো উঠতি তারকারা আছেন তাই হয়ত কচ কিছুটা নির্ভার থাকবেন।

নেইমার না থাকায় তার জায়গায় খেলবেন কে, নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। তবে নেইমারের খেলার ধরনের কারণে তার বিকল্প খুঁজে পাওয়াটা দুষ্করই হবে কোচ তিতের জন্য। তিতে যেমন কাল সংবাদ সম্মেলনে বলেছেন, নেইমার নিঃসন্দেহে এক্সটা অর্ডিনারি খেলোয়াড়। একটি ম্যাচে তিন-চারটি বিশেষ মুহূর্ত আসে। সেই মুহূর্ত তৈরি করার ক্ষেত্রে নেইমারের অবদান থাকে।

তবে বাকিদের ওপরও সমানভাবেই আস্থা রাখছেন কোচ, আমাদের সব খেলোয়াড়ই মানসিক শারীরিকভাবে প্রস্তুত। সবারই সমান সামর্থ্য আছে। কোচ তিতে অবশ্য যতই বলুন যে সবারই সমান সামর্থ্য আছে, নেইমারের সামর্থ্যটা যে ব্রাজিল দলের আর সবার চেয়ে বেশি তা কারোই অজানা নয়। 

বলের দখল, দারুণ সব ড্রিবল, পাসে সুযোগ সৃষ্টি করা, দারুণ ফিনিশিং মিলিয়ে নেইমার ব্রাজিলের জন্য একটা ফুল প্যাকেজ। গেল কোপা আমেরিকার কথাই ধরুন, প্রতি ম্যাচে সেবার নেইমারের প্রত্যাশিত গোলে অবদান ছিল ., যা সেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় লিওনেল মেসির প্রায় দুই গুণ! আর নেইমার এমন সব কাজ অবশ্য করে যাচ্ছেন শেষ দশ-বারো বছর ধরেই। এমন একজনের বিকল্প খুঁজে বের করাটা যে চাট্টিখানি কথা নয়।

তবে আমরা কথা বলছি ব্রাজিল নিয়ে, যে দলে খেলেছেন পেলে, গারিঞ্চা, জিকো-সক্রেটিস-ফ্যালকাও, রোনালদো-রিভালদো-রোমারিও, রোনালদিনিও-কাকাদের মতো তারকারা। এত জনের নাম নেওয়ার পরেও বাদ পড়ে যাওয়াদের তালিকা নেহায়েত কম নয়। ব্রাজিলে যে কখনোই প্রতিভার কমতি ছিল না, এখনো নেই!

এমন একজনের বিকল্প খুঁজে পাওয়াটা তিতের জন্য একটু কঠিনই হয়ে পড়েছে, নেইমারের মতো সর্বগুণসম্পন্ন খেলোয়াড় যে পৃথিবীতেই বিরল! নেইমারের ফেলে যাওয়া একাদশের জায়গাটায় দেখা যেতে পারে রদ্রিগো গোয়েজকে। তবে রিয়াল মাদ্রিদে তাকে দেখা যায় বিপরীত পাশে, ডান উইংয়ে, ফলে বিশ্বকাপের মতো মঞ্চে তাকে দিয়ে এমন কিছু করানোর সিদ্ধান্ত না- নিতে পারেন তিতে।

লুকাস পাকেতাকে দেখা যেতে পারে এই ভূমিকায়, প্রতিপক্ষে জোন ১৪ অঞ্চল থেকে লেফট হাফ স্পেসে ইনসাইড প্লেমেকার হিসেবে। ক্লাব দল ওয়েস্ট হ্যামেও এই ভূমিকায় দেখা যায় তাকে। পাকেতাকে তার আগের ভূমিকায় রেখে ব্রুনো গিমারেসকেও দেখা যেতে পারে নেইমারের জায়গায়। তবে নিউক্যাসল মিডফিল্ডার ক্লাবে যত ভালো পারফর্মই করুন না কেন, কোচ তিতের বিশ্বাসটা অর্জন করতে পারেননি বিশ্বকাপের আগের সব প্রীতি ম্যাচেও। সেই তিতে তাকে বিশ্বকাপের মতো মঞ্চে নেইমারের জায়গায় খেলিয়ে দেবেন, সেটা তাই দূর কল্পনাই হয়ে যায়। 

নেইমারের জায়গায় যাকেই নামানো হবে নেইমারের মত পরিপূর্ণ প্যাকেজ হিসবে কাউকেই পাবেন না কোচ তিতে। সুইজারল্যান্ডের বিপক্ষে তাই বিকল্প  চিন্তা করেই মাঠে নামতে হবে ব্রাজিলকে। দলের মিডফিল্ডার। ফরোয়ার্ডকে নিতে হবে বাড়তি দায়িত্ব। সবার বাড়তি দায়িত্ব  সুইজারল্যান্ডকে হারিয়ে হেক্সামিশিনে এগিয়ে যাবে ব্রাজিল।

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭